
দোহায় ইসরায়েলের হামলার পর মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছে কাতার। সোমবার (১৫ সেপ্টেম্বর) দোহায় এই সম্মেলন থেকে ‘কাতার রাষ্ট্রের ওপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব’ আনা হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল-আনসারি বলেছেন, রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে খসড়া প্রস্তুত করা হবে এবং সোমবারের সমাবেশে প্রস্তাবটি বিবেচনা করা হবে।
সরকারি কিউএনএ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, মাজেদ বলেন, এই শীর্ষ সম্মেলন হবে ইসরায়েলের কাপুরুষোচিত আগ্রাসনের মুখে কাতার রাষ্ট্রের সঙ্গে ব্যাপক আরব ও ইসলামী সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট প্রত্যাখ্যানের প্রতিফলন।
বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট সংকেত দেওয়া।
কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগ বলেন, উপসাগরজুড়ে ইসরায়েলি হামলাকে সার্বভৌমত্বের এক অভূতপূর্ব লঙ্ঘন এবং কূটনীতির ওপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, আসন্ন শীর্ষ সম্মেলনটি ইঙ্গিত দেয় যে, ‘এই ধরনের আগ্রাসন স্বাভাবিক করা যাবে না।’
ক্রিগ আরও বলেন, এর ‘লক্ষ্য হলো স্পষ্ট রেড লাইন টেনে দেওয়া এবং ইসরায়েলের মধ্যে এই ধারণার অবসান ঘটানো যে, তারা শাস্তির মুখোমুখি হতে পারবে না। ফিলিস্তিনের বিষয়ে আরও তীক্ষ্ণ অবস্থান এবং ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানও এর লক্ষ্য।’