
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছেন লিটন দাস। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ পুরোপুরি ফিট না থাকায় তাকে একাদশে রাখা হয়নি। তার পরিবর্তে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম।
আজ শ্রীলংকাকে হারালেই পরের রাউন্ডে চলে যাবে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে ১টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তাসকিন আহমেদের পরিবর্তে খেলছেন শরিফুল ইসলাম। বাংলাদেশ আজও তাই খেলবে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। শ্রীলংকা দলের জন্য বড় সুসংবাদ হয়ে এসেছে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফেরা। ৭ ব্যাটার ও ৪ বোলার নিয়ে মাঠে নামছে লংকানরা। তাদের একাদশে আছেন ৩ অলরাউন্ডারও।
বাংলাদেশের একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক এবং উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।