
এশিয়া কাপে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দুই প্রতিবেশি দেশ। পাক-ভারত লড়াই মানেই তুমুল উত্তেজনা। তবে এবার যেন সবকিছুকে ছাড়িয়ে গেছে।
চার মাস আগে সামরিক সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। সেই সংঘাতের পর এটাই প্রথম ক্রিকেটীয় লড়াই। এই ম্যাচ বয়কটের ডাক উঠে ভারতে। তবে দ্বন্দ্ব ভুলে হাইভোল্টেজ এই ম্যাচে উপভোগ করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।
পাকিস্তান–ভারত ম্যাচ নিয়ে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘উপভোগ করো, এটা ক্রিকেট। ক্রিকেট ছাড়া যা কিছু আছে সব ভুলে যাও। ম্যাচে একটি দল জিতবে। আরেক দল হারবে। ম্যাচ জিতলে মুহূর্তটি উপভোগ করো। খেলায় চাপ আসবেই। উপভোগ করো এবং শৃঙ্খলা দেখাও কারণ এটি কেবল একটি খেলা। এটা উভয় দলের জন্য এবং উভয় দলের ভক্তদের জন্য।’
এশিয়া কাপের আগে আফগানিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজ জিতেছে পাকিস্তান। যা পাকিস্তানের সহায়ক হবে বলে মনে করেন আকরাম। তিনি বলেন, ‘গত সপ্তাহে ত্রিদেশীয় সিরিজ জেতায় পাকিস্তানের সামনে ভালো সুযোগ রয়েছে। তাদের এমন কিছু ভাবা উচিত নয় যে, কেবল তাদের ভারতের বিরুদ্ধে জিততে হবে। তোমরা এশিয়া কাপ জয়ের কথা ভাবো। বড় দলের কাছে হারতেই পারো। কিন্তু তারপরও উঠে দাঁড়াতে হবে। টুর্নামেন্টে ভালো খেলতে হবে।’