
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রতিবেশী পোল্যান্ডে রাশিয়ান ড্রোনের কথিত অনুপ্রবেশ ‘ভুলবশত’ হতে পারে। বৃহস্পতিবার (১১ আগস্ট) তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি একটি ভুল হতে পারে।’
ট্রাম্পের মন্তব্য বেশ কয়েকজন ইউরোপীয় নেতার ‘তীব্র নিন্দার’ সম্পূর্ণ বিপরীত। যেখানে রাশিয়ার ড্রোন প্রবেশকে ‘উস্কানিমূলক’ এবং ন্যাটো মিত্রদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে বর্ণনা করেছে ইউরোপ।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন, ‘ড্রোন দিয়ে রাশিয়া পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করছে, তাতে কী হয়েছে?’
পোল্যান্ড জানিয়েছে, গত বুধবার বেশ কয়েক ঘণ্টা ধরে কয়েকটি রাশিয়ান ড্রোন তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। ন্যাটো মিত্রদের সহায়তায় সেগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ন্যাটোর কোনো সদস্যের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা এটাই প্রথম। তার মতে, ‘বিপুল সংখ্যক’ ড্রোন পোল্যান্ডে ঢুকে পড়েছিল।
জাতীয় নিরাপত্তা ব্যুরোর জরুরি বৈঠকের পর টাস্ক বলেন, ‘আমরা সম্ভবত বড় ধরণের উস্কানির মুখে পড়েছি। পরিস্থিতি গুরুতর এবং এ ধরনের হামলা প্রতিহত করতে দেশ প্রস্তুত।’