
মেক্সিকোর মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন। আহত হয়েছেন আরও ৬১ জন। সোমবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে একটি মালবাহী ট্রেন সরাসরি ধাক্কা মারে একটি ডাবল-ডেকার যাত্রীবাহী বাসে।
রেলওয়ে সংস্থা কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি দে মেক্সিকো জানিয়েছে, বাসটি চলন্ত ট্রেনের সামনে দিয়ে পার হওয়ার চেষ্টা করলে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়ে তারা চালকদের রেলক্রসিংয়ে সড়ক চিহ্ন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। তবে বাসের মালিক প্রতিষ্ঠান হেরাদুরা দে প্লাতা কোনো মন্তব্য করেনি।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যায়, বাসটির সামনের অংশ ও ওপরের তলা একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। লোহার কাঠামো মারাত্মকভাবে বেঁকে গেছে। ঘটনাটি ঘটেছে মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে আটলাকোমুলকো ও মিচোয়াকান অঙ্গরাজ্যের মারাভাতিও শহরের মাঝের মহাসড়কে।
মেক্সিকো রাজ্যের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ। আহতদের মধ্যে অনেকে আশঙ্কাজনক অবস্থায় আছেন, আবার কেউ চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
লাতিন আমেরিকায় বাস দুর্ঘটনা নিয়মিত ঘটে থাকে। মেক্সিকো সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুধু ২০২৩ সালেই দেশটির মহাসড়কে ১২ হাজারের বেশি দুর্ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১০ কোটি ডলারের বেশি। আহত হয়েছেন প্রায় ৬ হাজার ৪০০ জন। নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৯০০ জন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ মেক্সিকোতে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পর্যটন নগরী কানকুন থেকে তাবাসকো যাওয়ার পথে একটি বাস ট্রেলারের সঙ্গে ধাক্কা খেয়ে আগুন ধরে যায়। সেই ঘটনায় মারা যান ৪০ জনের বেশি যাত্রী।
উল্লেখ্য, মেক্সিকোতে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম বাস হলেও যাত্রীবাহী ট্রেনের সংখ্যা খুব সীমিত। তবে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম সরকার দ্রুত যাত্রীবাহী রেলপথ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে উত্তর ও মধ্য মেক্সিকোর বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স