
সাম্প্রতিক পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সেদেশে অবস্থারত বাংলাদেশের দূতাবাস। সেইসঙ্গে দেশটিতে নতুন করে ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জরুরি বিজ্ঞপ্তি বলা হয়, নেপালে বর্তমানে বসবাসকারী-আটকে পড়া সকল বাংলাদেশি নাগরিককে বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান/হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেইসঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণ ইচ্ছুক সকল বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা প্রদান করা হচ্ছে।
আরও বলা হয়, জরুরি পরিস্থিতিতে আমাদের সাথে যোগাযোগ করুন। মোবাইল: সাদেক +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯; মিসেস সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১
এদিকে, কাঠমান্ডুতে আটকে পড়েছেন বাংলাদেশের ৩৬ সদস্যের জাতীয় ফুটবল দল এবং প্রতিরক্ষা সেবার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) ৫১ সদস্যের একটি প্রতিনিধি দল। তারা নেপালে স্টাডি ট্যুরে গিয়েছিলেন।
প্রতিনিধি দলের সব দৈনিক কর্মসূচি বাতিল করা হয়েছে। তারা আগামী ১২ সেপ্টেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে। এ সময়ের মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলাফেরা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দূতাবাস জানিয়েছে, স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে প্রতিনিধি দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।