
চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল চেয়ে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আবেদন করা হয় ভারতের সুপ্রিম কোর্টে। আইনের চার শিক্ষার্থী এই পিটিশন করেন, যাদের নেতৃত্বে ছিলেন উর্বশী জৈন।
পিটিশনে দাবি করা হয়, গত এপ্রিলে ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার সেই ভয়াবহ ঘটনা ও ‘অপারেশন সিঁদুর’–এর পর ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়াটা একটু দ্রুতই হয়ে যায়। এতে জাতীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এবং ভারতের সাধারণ নাগরিক থেকে সৈন্যদের আত্মদানকেও উপেক্ষা করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদনটি খারিজ করা হয়েছে। বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি বিজয় বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন।
দুবাইয়ে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। বিচারপতি মহেশ্বরী বলেন, ‘‘কী দরকার আছে! এটা একটা ম্যাচ। হতে দিন। রোববারে এই ম্যাচ নিয়ে আমরা কী করতে পারি? হতে দিন। প্রতিদিন ম্যাচ চলতেই থাকবে। কোনো না কোনো পক্ষ খেলবেই।’’