Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

৯/১১ হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরায়েলি গুপ্তচররা: কার্লসনের দাবি

৯/১১ হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরায়েলি গুপ্তচররা: কার্লসনের দাবি ৯/১১ হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরায়েলি গুপ্তচররা: কার্লসনের দাবি
৯/১১ হামলার বিষয়ে আগে থেকেই জানত ইসরায়েলি গুপ্তচররা: কার্লসনের দাবি


যুক্তরাষ্ট্রে আলোচিত ৯/১১ হামলা সম্পর্কে আগে থেকেই জানত ইসরায়েলি গোয়েন্দারা। প্রভাবশালী মার্কিন সাংবাদিক টাকার কার্লসন এমনটা দাবি করেছেন।

গত মঙ্গলবার ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানের ‘আনসেন্সরড নিউজে’ উপস্থিত হয়ে কার্লসন বলেন, আসন্ন তথ্যচিত্র সিরিজে তিনি এই বিষয় এবং দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকে অন্যান্য তথ্য সামনে আনবেন।

Advertisement


মার্কিন সাংবাদিক টাকার কার্লসন। ছবি: সংগৃহীত

সাংবাদিক উল্লেখ করেন, ইসরায়েলি নেতৃত্ব কখনই আক্রমণ নিয়ে তাদের মনোভাব গোপন করেনি। কেননা তারা মনে করে, এই হামলার পর মার্কিন-ইসরায়েল সম্পর্কের ওপর ইতিবাচক প্রভাব পড়েছে।

কার্লসন বলেন, এই হামলার পর ইসরায়েলি শিল্পকলার ছাত্রদের একটি দলকে – যারা স্পষ্টতই শিল্পকলার ছাত্র ছিল না, কিছু ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিল – তাদের গ্রেপ্তার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে আটকে রাখার পর তাদের কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়।

তিনি উল্লেখ করেন, ‘আমরা জানি যে, তাদের একটি দল – ইন্টারনেট নয় একটি এফবিআই নথিতে দেখেছি – ৯/১১-এর হামলার চিত্রগ্রহণ করেছিল এবং হামলা সম্পর্কে আগে থেকেই জানতো বলে মনে হয়েছিল।’

মার্কিন সাংবাদিক আরও বলেন, ‘অবশ্যই আমি অভিযোগ করিনি যে, ইহুদিরা এটা করেছে। প্রকৃতপক্ষে এমন কথা বলার অর্থ হলো, আসল প্রশ্নগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা। এতে সত্যিকারের অনুসন্ধানকে দুর্বল করা হয়।’

তিনি বলেন, (হামলার) পরপরই ক্যামেরার সামনে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, গণতান্ত্রিক দেশগুলোকে কখনো কখনো ‘বোমা মেরে বাধ্য করতে হয়’ (যুদ্ধে যেতে)। তিনি ৯/১১ হামলার সঙ্গে পার্ল হারবারে জাপানি হামলার তুলনা করেছিলেন।

কার্লসন ইসরায়েলি ‘শিল্পকলার ছাত্রের’ বিষয়টি উল্লেখ করে বলেন, তাদের সম্পর্কে জনসাধারণ খুবই কম জেনেছে। তাদের নিয়ে করা প্রতিবেদনগুলো শেষ পর্যন্ত অদৃশ্য হয়ে গেছে।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন অনুসারে, ইসরায়েলি ‘শিল্পকলার ছাত্র’ ছদ্মবেশী ওইসব লোকদের প্রথম দেখা যায় ২০০০ সালের শেষের দিকে। তারা মার্কিন আইন প্রয়োগকারী সংস্থা এবং সামরিক সংস্থার ভবনগুলোতে শিল্পকর্ম বিক্রি এবং ইসরায়েলি এজেন্টদের সঙ্গে মেলামেশার চেষ্টা করতে শুরু করে। তারেয়া বারবার গোপন স্থানে এবং গোপন প্রবেশপথে নিজেদের সঙ্গে দেখা করত। এমনকি কিছু ছাত্র এজেন্টের বাড়িতেও তাদের সঙ্গে দেখা করত।

তৎকালীন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০০১ সালের গোড়ার দিকে এবং ৯/১১ হামলার মধ্যে কমপক্ষে ১৪০ জন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। আরও ৬০ জনকে অল্প সময়ের মধ্যে আটক করা হয়েছিল। তাছাড়া ওই ছাত্র নামের ছদ্মবেশীরা ৯/১১ হামলাকারীদের আবাসস্থলের কাছাকাছি বাড়ি ভাড়া নিয়েছিলেন।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
টাইগারদের নিয়ে আশাবাদী বুলবুল

টাইগারদের নিয়ে আশাবাদী বুলবুল

Next Post
মুসলিম পরিবারে বড় হয়েছি, সেই পারিবারিক শিক্ষাই এখনও বহন করি: দিয়া মির্জা

মুসলিম পরিবারে বড় হয়েছি, সেই পারিবারিক শিক্ষাই এখনও বহন করি: দিয়া মির্জা

Advertisement