
গতকাল বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানালেন, এশিয়া কাপের এবারের আসরে টাইগারদের নিয়ে তার আস্থা প্রবল। বুলবুল বলেছেন, ‘এই ফরম্যাটের খেলায় ব্যাটিং-বোলিং প্রায় সব দলই একই রকম করে। কিন্তু পার্থক্য গড়ে দেবে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিং। আমরা যদি রানিং বিটুইন দ্য উইকেটে ১৫ রান বেশি করতে পারি বা ফিল্ডিংয়ে ১০ রান বাঁচাতে পারি, তবে এই ২৫ রানই ম্যাচের ফল নির্ধারণ করবে।’
আজসহ গ্রুপ পর্বে বাংলাদেশ মোট তিনটি ম্যাচ খেলবে। তৃতীয় ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। সে প্রসঙ্গে বুলবুল বলেছেন, ‘ওদের ভেন্যুই আরব আমিরাত। আগে আবুধাবি ছিল, এখন শারজাহ। হোম অ্যাডভান্টেজ পেতে পারে তারা। তবু আমাদের খেলোয়াড়দের যে স্কিল সেট আছে, আমি নিশ্চিত, তারা সর্বস্ব দিয়ে খেললে ভালো করবে।’
আশাবাদী ভঙ্গিতে তিনি আরও যোগ করেছেন, ‘আমি আশা করছি, আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। যদিও এই ফরম্যাটে ভবিষ্যদ্বাণী করা কঠিন, তবে আমি এই দলের ওপর খুব আত্মবিশ্বাসী।’
এদিকে বুধবার থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিসিবির আয়োজন-রান স্কোরিং ওয়ার্কশপ। অস্ট্রেলিয়ান কোচিং বিশেষজ্ঞ অ্যাশলে রস ও ইয়ান রেনশ পরিচালনা করছেন এই কর্মশালা, যার লক্ষ্য ব্যাটিং কৌশল ও রান করার দক্ষতা আরও উন্নত করা।
প্রথম দিনে অংশ নেন দেশের ২০ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার ও কোচ। তাদের মধ্যে ছিলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ রিয়াদ, শাহরিয়ার নাফিস, রাজিন সালেহ প্রমুখ। অভিজ্ঞ ক্রিকেটারদের উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন প্রশিক্ষক রস, যিনি জানিয়েছেন, সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য।