
এশিয়া কাপে এখন পর্যন্ত তিনবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে শিরোপা এখনও অধরা। এবার ট্রফি উঁচিয়ে ধরার বড় স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতে গেছে টাইগাররা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
শক্তির বিচারে হংকং ‘খর্বশক্তির’ হলেও বেশ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
প্রথম ম্যাচে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের কাঁধেই থাকবে ওপেন করার দায়িত্ব। তিনে দেখা যাবে ছন্দে থাকা অধিনায়ক লিটন দাসকে। সর্বশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে হয়েছেন সিরিজসেরা খেলোয়াড়।
সর্বশেষ ১২ ইনিংসে ফিফটি না পাওয়া তাওহিদ হৃদয়েরই চারে নামার সম্ভাবনা বেশি। কিছুটা ছন্দহীন হলেও সামর্থ্যের বিচারে টি-টোয়েন্টিতে হৃদয় দেশের অন্যতম সেরা। সে ক্ষেত্রে অলরাউন্ডার সাইফ হাসানের একাদশে থাকার সুযোগ কম।
এছাড়া জাকের আলী অনিকের জায়গা একাদশে জায়গা নিশ্চিত। মিডল অর্ডারে বিবেচনায় থাকবেন শামীম পাটোয়ারীও। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ও ফিল্ডিংয়েও দলের প্রয়োজনে তার ডাক পড়ে। পেস ইউনিটে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে তানজিম হাসান সাকিবের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই দল সাজাতে পারে বাংলাদেশ।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।