
নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় দেশে ফেরার পথ বন্ধ রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য। গতকাল ঢাকায় ফেরার কথা থাকলেও পরে তা স্থগিত হয়ে যায়।
বিমানবন্দর খুলে দেওয়ার ঘোষণা দিয়েও কর্তৃপক্ষ পরে তা বাতিল করে। ফলে জাতীয় দলের খেলোয়াড় জামাল ভূঁইয়া, তপু বর্মণসহ সবাই হোটেলে অবস্থান করছেন। হোটেল থেকে বের হওয়ার সুযোগ না থাকলেও জিম সেশন এবং শারীরিক অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, “বাংলাদেশ জাতীয় ফুটবল দল আজ সকাল ১১টা থেকে হোটেলে জিম সেশন সম্পন্ন করেছে। নেপালের বর্তমান পরিস্থিতিতেও পুরো দল নিরাপদে আছে। শারীরিক ও মানসিকভাবে সবাই সুস্থ।”
মিডফিল্ডার সোহেল রানা বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের অবস্থা ভাল। হোটেলের অবস্থাও ভালো, পরিবারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের সভাপতি তাবিথ আউয়াল ও উপদেষ্টা দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে কাজ করছেন।”
বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল। প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচ স্থগিত হয়ে যায়। নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগের পরও দেশে উত্তেজনা বিরাজ করছে।