
সিডনির একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে সার্ফিং করতে গিয়ে ৫৭ বছর বয়সী একজন স্থানীয় ব্যক্তি হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ান পুলিশ এবং উদ্ধারকারীরা জানিয়েছেন, একটি ‘বড় হাঙর’ একজন সার্ফারকে আঘাত করে মেরে ফেলে। বিরল এই আক্রমণের ফলে সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, স্থানীয় ওই ব্যক্তি উত্তর সিডনি সংলগ্ন লং রিফ এবং ডি হোয়াই সৈকতে প্রশান্ত মহাসাগরীয় জলে পাঁচ বা ছয় জন বন্ধুর সঙ্গে সার্ফিং করছিলেন।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ সুপারিনটেনডেন্ট জন ডানকান এক সংবাদ সম্মেলনে বলেন, ওই ব্যক্তি একজন অভিজ্ঞ সার্ফার। হাঙরের আক্রমণের ফলে তিনি অনেক অঙ্গ হারিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘লাশটি সমুদ্রের স্রোতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। কয়েকজন সার্ফার তাকে পানিতে দেখে তীরে নিয়ে যান। দুর্ভাগ্যবশত ততক্ষণে আমরা বুঝতে পেরেছি, তার সম্ভবত প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং ফেরানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’
সমুদ্রঘেরা অস্ট্রেলিয়ায় সবচেয়ে গুরুতর হাঙরগুলোর মধ্যে রয়েছে হোয়াইট, বুল হাঙর এবং টাইগার হাঙরের।
২০২২ সালের পর সিডনিতে এটি ছিল প্রথম মারাত্মক হাঙরের আক্রমণ। সেসময় ৩৫ বছর বয়সী ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক সাইমন নেলিস্ট নিহত হয়েছিলেন। এর আগে শহরটিতে মারাত্মক আক্রমণটি হয়েছিল ১৯৬৩ সালে।
১৭৯১ সাল থেকে অস্ট্রেলিয়াজুড়ে ১ হাজার ২৮০টিরও বেশি হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে।