
পাকিস্তানের কোক স্টুডিও খ্যাত গায়িকা কুরাতুলাইন বালুচ ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন। ঘুরতে গিয়ে বন্য প্রাণীর আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছেন তিনি। তবে বর্তমানে অনেকটাই সুস্থ এ গায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুরাতুলাইন বালুচ দেওসাই জাতীয় উদ্যানে ঘুরতে গিয়েছিলেন এবং সেখানে নিজের তাঁবুতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটি বাদামি ভালুক তাঁবুতে ঢুকে আক্রমণ করে বসে তাকে। আক্রমণে তার হাত মারাত্মকভাবে জখম হয়। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সৌভাগ্যবশত, হাড় ভাঙেনি। তবে রক্তপাত ও টিস্যু ক্ষতির কারণে চিকিৎসা নিতে হচ্ছে দীর্ঘ সময় ধরে।
এদিকে গায়িকার বর্তমান শারীরিক পরিস্থিতি উল্লেখ করে বিবৃতি প্রকাশ করেছে তার টিম। যেখানে লেখা হয়েছে, ‘গায়িকার অবস্থা এখন আশঙ্কামুক্ত। সৌভাগ্যবশত কোনো হাড় ভাঙেনি এবং তিনি ধীরে ধীরে আঘাত থেকে সেরে উঠছেন। এ মুহূর্তে তার বিশ্রাম ও ব্যক্তিগত গোপনীয়তা প্রয়োজন। সুস্থ না হওয়া পর্যন্ত সব জনসমাগমমূলক কর্মসূচি স্থগিত করা হয়েছে। সবার কাছে দোয়া কামনা করছি।’
২০১১ সালে ‘আঁখিয়া নু রেহন দে’ গান দিয়ে সংগীতজগতে পা রাখেন কুরাতুলাইন বালুচ। এরপর কোক স্টুডিওতে একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এছাড়াও পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘হমসফর’-এ ব্যবহৃত তার গান ‘ওহ হমসফর থা’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
এই ঘটনা সংগীতপ্রেমীদের মাঝে শোক ও উদ্বেগের ছায়া ফেলেছে। অনেকে গায়িকার দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিচ্ছেন।