
ভারতের মুম্বাই পুলিশকে ভুয়া বার্তা পাঠানোর অভিযোগে ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, বার্তায় দাবি করা হয়েছিল, ১৪ জন পাকিস্তানি সন্ত্রাসী ৩৪টি গাড়িতে বোমা নিয়ে শহরে প্রবেশ করেছে। গণেশ উৎসব চলাকালে ‘১ কোটি মানুষকে হত্যার’ জন্য তারা এসেছে।
গত বৃহস্পতিবার মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে ‘হুমকি বার্তা’টি পাঠানো হয়। বার্তাটি পুলিশকে দ্বন্দ্বে ফেলে দেয়, কারণ বাহিনী গণেশ চতুর্থী উৎসবের জন্য আগেই নিরাপত্তা ব্যবস্থা করছিল। শনিবার উৎসবটি শেষ হয়।
সূত্রের বরাতে এনডিটিভি জানায়, অভিযুক্তর নাম অশ্বিনীকুমার সুরেশকুমার সুপ্রা। তিনি পাটনার বাসিন্দা। তিনি বার্তা পাঠিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিয়েছিলেন। তাকে নয়ডা সেক্টর ৭৯ থেকে গ্রেপ্তার এবং তাকে মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এনডিটিভি জানিয়েছে, অশ্বিনীকুমার একজন জ্যোতিষী এবং একজন ব্যবসায়ী। তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। এ সংশ্লিষ্ট অন্য আরেকজন অভিযুক্তকে সোরখা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মুম্বাই পুলিশ বলেছে, হুমকি বার্তায় ‘লস্কর-ই-জিহাদি’ নামে একটি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছিল। ট্রাফিক পুলিশ অতীতেও এই ধরনের বোমা হুমকি বার্তা পেয়েছে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তল্লাশি অভিযান চলছে। মুম্বাইবাসীদের গুজবে বিশ্বাস না করার অনুরোধ করা হচ্ছে।