
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। মোট ২১৫ জন ভোটারের মধ্যে ভোট দেন ১৯০ জন। এর মধ্যে দুটি ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে মিঠুন একাই পেয়েছেন ১৫৪ ভোট, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিম শাহেদ পেয়েছেন ৩৪ ভোট। এবারের নির্বাচনে সভাপতি বাদে বাকি কোনো পদে একাধিক প্রার্থী ছিল না।
নির্বাচনে জয়ী হওয়ার পর মিঠুন বলেছেন, ‘এই নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং ছিল। এর আগে সেভাবে কোয়াবের নির্বাচন হয়নি। অনেক লম্বা সময় কোয়াবের কোনো কার্যক্রম ছিল না। এটা একটা নতুন যাত্রা শুরু হলো। এই যাত্রার ক্ষেত্রে অনেক বাধা এসেছে। সেই জায়গায় অ্যাডহক কমিটির সকলকে ধন্যবাদ দিচ্ছি। তারা প্রচণ্ড পরিশ্রম করেছেন, সবকিছু গুছিয়েছেন, তাতে এত সুন্দর একটা পরিবেশে সকলেই ভোট দিতে পেরেছেন। এখানে জয়-পরাজয় মূল বিষয় না। আমি মনে করি, ক্রিকেটের জয় হয়েছে।’
এবারের এই কমিটিতে নেই সাধারণ সম্পাদকের কোনো পদ। নির্বাচিত ক্রিকেটারদের মধ্যে সিনিয়র সহসভাপতি হয়েছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। সহসভাপতি নির্বাচিত হয়েছেন তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট, ইরফান শুক্কুর, শামসুর রহমান শুভ, নাজমুল হোসেন শান্ত, আকবর আলী, মেহেদী হাসান মিরাজ, ইমরুল কায়েস ও রুমানা আহমেদ।