
ক্রিকেটে অভিষেক মানেই সম্ভাবনার সূচনা। তবে অনেকে ভালো শুরুর পর ধারাবাহিকতার অভাবে হারিয়ে যায়। কিন্তু ম্যাথু ব্রিটজকে যেন সবাইকে ছাড়িয়ে যেতে এসেছেন। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। এতেই বিশ্ব রেকর্ড করে ফেলেছেন তিনি।
ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচটি ওয়ানডেতেই ৫০ ছাড়ানো ইনিংস খেললেন ব্রিটজকে। এতে তিনি পেছনে ফেলেছেন ভারতের নভোজিৎ সিং সিধুকে। ভারতীয় এই ব্যাটার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ইনিংসেই ফিফটি পেয়েছিলেন। তবে চতুর্থ ফিফটিটি পেয়েছেন পঞ্চম ম্যাচে। তৃতীয় ম্যাচে ব্যাট করতে হয়নি তাকে।
ব্রিটজকের অভিষেক ঘটে ফেব্রুয়ারিতে, চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। লাহোরে সেই ম্যাচে ১৫০ রানের ঝলমলে ইনিংস খেলে ভেঙে দেন ডেসমন্ড হেইন্সের ১৪৮ রানের অভিষেক রেকর্ড। এরপর পাকিস্তানের বিপক্ষে ৮৩, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচে ৫৭ ও ৮৮, আর সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে ৮৫ রানে থামেন তিনি। প্রতিটি ইনিংসেই ছিল আত্মবিশ্বাস, ছিল রেকর্ডের ছোঁয়া।
এই পাঁচ ইনিংসে তার মোট রান ৪৬৩, যা অভিষেকের প্রথম পাঁচ ম্যাচে সর্বোচ্চ। এর আগে কেউ প্রথম পাঁচ ম্যাচে ৪০০ রানও করতে পারেননি। টম কুপারের ৩৭৪ রানের রেকর্ড চতুর্থ ইনিংসেই ছাড়িয়ে যান ব্রিটজকে।
শুধু তাই নয়, অভিষেকের প্রথম দুই, তিন ও চার ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন তার দখলে। ১৫০ রানে শুরু করে দ্বিতীয় ইনিংস শেষে তার সংগ্রহ দাঁড়ায় ২২৩, যা হেইন্সের ১৯৫ রানের রেকর্ডকে ছাড়িয়ে যায়। তিন ইনিংসে ২৯০ রান করে পেছনে ফেলেন ইংল্যান্ডের নিক নাইটকে (২৬৪), আর চতুর্থ ইনিংস শেষে টেম্বা বাভুমার ২৮০ রানের রেকর্ডও ভেঙে দেন তিনি।