
দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন কিডনি, ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েডসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছেন। কয়েক মাসে চারবার তাকে আইসিইউতে ভর্তি করতে হয়েছে। বর্তমানে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়ে পড়ে, ফলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তীর ভাষ্যমতে, যেকোনো সময় ফরিদা পারভীনকে কেবিনে স্থানান্তর করা হতে পারে। তবে তিনি এখনও শ্বাসকষ্ট ও দুর্বলতায় ভুগছেন।
স্বামী গাজী আবদুল হাকিম এবং ছেলে ইমাম নিমেরির ভাষ্য অনুযায়ী, ফরিদা পারভীন বর্তমানে এতটাই দুর্বল যে দাঁড়ানো বা হাঁটাও সম্ভব হচ্ছে না তার পক্ষে।
শিল্পী ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে সংগীতজগতে পা রাখেন এবং পরে লালনসংগীতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ১৯৮৭ সালে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী লালনের গান ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন ‘অচিন পাখি স্কুল’।
সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন পরিবার ও চিকিৎসকরা।