
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নারীদের আইসিসি স্ট্যাটাস থাকলেও নারী ক্রিকেটে ক্লাবগুলোর নেই বিসিবির কাউন্সিলরশিপ। ফলে দল পরিচালনায় অনুদান এবং স্পন্সর পেতে বিপাকে পড়তে হয় ক্লাবগুলোকে। নারীদের নিয়ে দল গঠন করা সংগঠকরা আলাদাভাবে কাউন্সিলরশিপের দাবি তুলেছেন দীর্ঘদিন ধরে।
বিষয়টি বিসিবির গঠনতন্ত্রে না থাকায় এবারের নির্বাচনেও নারী ক্রিকেটে আলাদা কাউন্সিলরশিপ থাকছে না। সেজন্য গঠনতন্ত্রে আনতে হবে পরিবর্তন। গতকাল কোয়াবের নির্বাচন ঘিরে বিসিবি প্রাঙ্গণ ছিল সরগরম। তখন নারী ক্রিকেট ক্লাবগুলোর পক্ষ থেকে মানববন্ধন করে কাউন্সিলরশিপ দাবি করেছেন অনেকে।
ঢাকাস্থ নারী ক্রিকেট ক্লাব অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রথম শ্রেণির কয়েক জন নারী ক্রিকেটারও ছিলেন। ক্লাবগুলোর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও কোনো সমাধান পাননি তারা। পুরুষ ক্রিকেটে ক্লাবগুলোর কাউন্সিলরশিপ থাকলেও নারীদের ক্রিকেটে সেটি নেই।
এবারের নির্বাচনের আগেই কাউন্সিলরশিপ দেওয়ার দাবি তারা জানিয়েছেন। গতকালের মানববন্ধন চোখে পড়েছে তামিম ইকবালেরও। তিনি হাত উঁচিয়ে সমর্থনও জানিয়েছেন।