Dark Mode Light Mode

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Follow Us
Follow Us
English English

পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই

পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই
পদোন্নতি আর রদবদল ছাড়া পরিবর্তনের তেমন ছোঁয়া নেই


অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ প্রত্যাশা করেছিল—জুলাই গণঅভ্যুত্থানের পর স্বাস্থ্যের সব খাতেই বৈষম্য দূর হয়ে আমূল পরিবর্তন আসবে। মানুষ ভালো সেবা পাবে, বাড়বে চিকিৎসাসেবার মান, হাসপাতালে ভোগান্তি কমবে। কিন্তু বাস্তবে তেমন কিছুর পরিবর্তন ঘটেনি। তবে গত এক বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের স্বাস্থ্য কর্মকর্তাদের মধ্যে রদবদল এবং পদোন্নতি হয়েছে। আর সরকারের কিছু রুটিন কাজ হয়েছে এবং কিছু সংস্কারের কাজও শুরু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত এক বছরে ৮ হাজার ২৭৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Advertisement

ফাইলবন্দি সংস্কার কমিশনের সুপারিশ :এ বছর গত ৫ মে স্বাস্থ্য খাতের সমস্যা নিরসনে স্বাস্থ্যসংস্কার কমিশন কর্তৃক গঠিত সংস্কার প্রস্তাব জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। ঐ সময় যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, সেগুলোর জন্য দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু তিন মাসেও সেসবের কোনো অগ্রগতির বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে কমিশনের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করলে নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, সংস্কারকাজ আর এগোবে না। এজন্য এখনই বড় ধরনের পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়। একই কথা শোনা যায় গত ৪ আগস্ট ‘স্বাস্থ্য পদ্ধতি সংস্কার :আমরা কোথায়’—শীর্ষক অনুষ্ঠানে। সেখানেই অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য খাত সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান হবে না :এদিকে গত ৭ আগস্ট ‘অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে স্বাস্থ্য খাতের অর্জন এবং ভবিষ্যৎ সংস্কার পরিকল্পনা’ বিষয়ক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, দীর্ঘদিনের সমস্যা রাতারাতি সমাধান হবে না।          

জনবলসংকট নিরসনে ইতিমধ্যে ৩ হাজার চিকিৎসকের পরীক্ষা শেষ হয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়াধীন। এছাড়া বিশেষ বিসিএসের মাধ্যমে আরও সাড়ে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এছাড়া ১০ হাজার চিকিৎসকের পদোন্নতি প্রক্রিয়াধীন আছে।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে দেশের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে হচ্ছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করা হচ্ছে এবং আগামী দিনগুলোতে এর সুফল পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের এক বছরে স্বাস্থ্য খাতে বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুষ্ঠু চিকিৎসা নিশ্চিত করা ছিল অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। স্বাস্থ্য উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ১৩ হাজার ৮১১ জন আহতের নাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় যুক্ত হয়েছে। গেজেটে প্রকাশিত যাচাইকৃত আহতের সংখ্যা ১২ হাজার ৪২ জন। তাদের চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করা হয়েছে। গত ২৭ জুলাই পর্যন্ত স্বাস্থ্যসেবা বিভাগ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় উন্নত চিকিৎসার জন্য ৭৮ জন আহতকে বিদেশে পাঠিয়েছে। এছাড়া, বিশ্বের সাতটি দেশ থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসে আন্দোলনে আহতদের চিকিৎসা ও সার্জারি করেছেন। আহতদের চোখে কর্নিয়া প্রতিস্থাপনের কার্যক্রম চলছে। এখন পর্যন্ত ৭ হাজার ৩৬৩ জন জুলাই যোদ্ধাকে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের পথ্য খরচ জনপ্রতি ১৭৫ থেকে বাড়িয়ে ২৫০ টাকা করা হয়েছে। আহতদের বিনা মূল্যে হাসপাতালে ভর্তি করে সেবা দেওয়া হয়েছে। পক্ষাঘাতগ্রস্ত জুলাই আহতদের উন্নত চিকিৎসার জন্য চীনের সহায়তায় রোবোটিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করা হয়েছে।

বিশেষজ্ঞরা যা বলছেন :তবে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় কাজগুলোকে অন্তর্বর্তী সরকারের রুটিন কাজ বলে আখ্যায়িত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারের রুটিন কাজের মধ্যে সংস্কারকাজ পড়ে না। তবে সংস্কারের কাজও শুরু হয়েছে।   

অন্তর্বর্তী সরকারের কিছু রুটিন কাজ হয়েছে :ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুল হামিদ ইত্তেফাককে বলেন, সংস্কার হচ্ছে বড় ধরনের পরিবর্তন। এক বছর মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের যে সাফল্য, সরকার স্বাস্থ্যের সংস্কারে কিছু প্রসেস শুরু করেছে। সরকার গত এক বছরে রুটিন কিছু কাজ করেছে, যেমন—আহত ছাত্রদের চিকিৎসার ব্যবস্থা করা, দেশে-বিদেশে ভালো চিকিৎসার ব্যবস্থা করা—এগুলো রুটিন কাজ; সংস্কার নয়। ডাক্তার-নার্স নিয়োগ দেওয়া, কোনো জায়গায় হোস্টেল বা হসপিটালের উন্নয়নে কিছু কাজ—সেগুলো রুটিন কাজ। মেডিক্যাল কলেজে বেসিক বিষয়গুলো পড়ানোর জন্য কোনো শিক্ষক নেই, দীর্ঘদিন ধরে ঐ বিষয়গুলোতে পদ শূন্য রয়েছে। আগের সরকার বলেছিল যারা ঐ বিষয়গুলো পড়াবে, তাদের বেতনের ৩০ শতাংশ ইনসেনটিভ দেওয়া হবে। অন্তর্বর্তী সরকার এসে সেটাকে শতভাগ করেছে। এখানে একটা পরিবর্তন হয়েছে। তবে এটিও সংস্কার নয়।

এই স্বাস্থ্য অর্থনীতিবিদ বলেন, সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, তারা একটি রিপোর্ট দিয়েছে। কিছু জিনিস প্রসেসে আছে। যেমন আরবানে আমাদের প্রাইমারি স্বাস্থ্যসেবা নেই। সেটা দেওয়ার জন্য প্রতি ওয়ার্ডে একটি করে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের চিন্তা করছে। এটা সংস্কার বলা যেতে পারে। এসেনশিয়াল ড্রাগ লিস্টের জন্য একটা টাস্কফোর্স করেছে—সেটারও একটা প্রসেস শুরু হয়েছে। এই রকম কিছু প্রসেস সরকার শুরু করেছে। তবে সরকারের পক্ষে এখনো কোনো সংস্কার করা সম্ভব হয়নি। তিনি বলেন, প্রসেস ছাড়াও সংস্কার হয়—যেমন সরকার অর্ডিন্যান্স করে ফেলতে পারত। প্রাইভেট সেক্টরকে রেগুলেশন করার জন্য আলাদা একটা আইন করা লাগত। একই ভাবে আমাদের রোগীর সুরক্ষা, ডাক্তারদের সুরক্ষায় একটা আইন করা যেতে পারত। স্বাস্থ্যসেবা—সব মানুষ পাচ্ছে না, সেটা কীভাবে সবাইকে দেওয়া যায়, সেটার জন্য একটা আইন করা যেত—সেটাও হয়নি। এ ধরনের ১৪/১৫টা আইনের কথা সংস্কার কমিশন বলেছে। এগুলোর একটা প্রসেস আছে, আইনগুলো তৈরির জন্য একটা কমিটি করতে পারত। সেই প্রসেস শুরু হয়নি। সেটা হয়তো করতে পারত।

তবে একটা কাজ অন্তর্বর্তী সরকার করেছে—সেটা উন্নয়ন বলব কি না, জানি না। পাঁচ বছর মেয়াদি একটা সেক্টর প্রোগ্রাম ছিল স্বাস্থ্য খাতের, বাজেটের বাইরে সেটা খরচ হতো, সেটার কিছু সুবিধাও ছিল, অসুবিধাও ছিল, এই সরকার এসে সেই প্রোগ্রামটা বন্ধ করে দিয়েছে। এটা একটা পরিবর্তন। রাজনৈতিক সরকার সেই পরিবর্তনটা করতে পারত কি না, সেটা আমার জানা নেই। কারণ সেটা ১৯৯৮ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যস্ত চলেছে। আরবান হেলথ কেয়ার একটা ছিল, সেটাও এই সরকার থামিয়ে দিয়েছে। সেটা বন্ধ করা ভালো হয়েছে।

স্বাস্থ্য খাতে ইতিবাচক কোনো পদক্ষেপ এখনো পাইনি :জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী ইত্তেফাককে বলেছেন, গত এক বছরে স্বাস্থ্য খাতে আমরা মিশ্র একটা পথচলা লক্ষ করেছি। মিশ্র এই কারণে বলছি যে, স্বাস্থ্য খাতের সমস্যা কোথায় কোথায়, সেটি কর্তৃপক্ষ নিশ্চিহ্ন করতে পেরেছে। স্বাস্থ্য খাতকে উন্নয়নের পথে নেওয়ার জন্য কোন কোন জায়গায় সংস্কার করা দরকার, সে বিষয়েও একটি প্রস্তাব তৈরি হয়েছে, এটি যথার্থ। কিন্তু অন্যদিকে গত এক বছরে স্বাস্থ্য খাতকে কাজের ক্ষেত্রে অগ্রসর করার তেমন কোনো নমুনা আমরা দেখতে পাই না। 

যেমন—স্বাস্থ্য খাতের যে সংস্কারের প্রস্তাবগুলো করা হয়েছে, এ বছর যে বাজেটটা গ্রহণ করা হয়েছে, সেখানে সংস্কার প্রস্তাবের ১০ শতাংশও প্রতিফলিত হয়নি। অন্যদিকে স্বাস্থ্যের দক্ষ জনশক্তি বৃদ্ধির ক্ষেত্রেও আমরা দেখেছি একধরনের নিয়মহীনতা। আবার স্বাস্থ্য খাতে মব তৈরি করে অনেক কিছু করার প্রয়াসও আমরা দেখেছি, যেটি স্বাস্থ্য খাতের সঙ্গে একেবারেই গ্রহণযোগ্য নয়।

এই জনস্বাস্থ্যবিদ বলেন, স্বাস্থ্য খাতের একটি বড় জায়গা হচ্ছে প্রিভেনটিভ হেলথ। সেখানেও আমরা নতুন কোনো পদক্ষেপ দেখতে পাইনি। বরং ডেঙ্গু, চিকুনগুনিয়া বা করোনা—এসব ক্ষেত্রে আগের যে সরব ভূমিকা ছিল, সেই কণ্ঠটিও এবার একটু নিচু হয়ে গেছে। হাসপাতালের ব্যবস্থাপনায় তেমন কোনো উল্লেখযোগ্য কিছু ঘটেনি।

আমরা চেয়েছিলাম স্বাস্থ্য খাতের সবক্ষেত্রে সুশাসন আসুক। সংস্কার শুরু হোক, এবং এ দেশের মানুষকে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ প্রতিরোধী স্বাস্থ্যসেবা বা চিকিৎসা স্বাস্থ্যসেবা বা অন্য কোনো সেবাগুলো দেওয়ার একটা প্রয়াস লক্ষিত হোক। স্বাস্থ্য খাতে ক্ষমতার দ্বারা যেন মেধা কোণঠাসা না হয়, সেই বিষয়টা আমরা দেখতে চেয়েছিলাম। এটিই আমাদের প্রত্যাশা।





Source link

Keep Up to Date with the Most Important News

By pressing the Subscribe button, you confirm that you have read and are agreeing to our Privacy Policy and Terms of Use
Add a comment Add a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Previous Post
আগুনে পোড়া ত্বক দ্রুত সেরে ওঠার উপায়

আগুনে পোড়া ত্বক দ্রুত সেরে ওঠার উপায়

Next Post
টেলর সুইফট-কেলসের বাগদানের খবরে বিশ্বজুড়ে আলোড়ন

টেলর সুইফট-কেলসের বাগদানের খবরে বিশ্বজুড়ে আলোড়ন

Advertisement