
বৃষ্টিস্নাত বিকেলে যদি ধোঁয়া ওঠা গরম কফির সঙ্গে একটু চকলেট ব্রাউনি নিয়ে বসা যায় প্রিয় বারান্দায়, তাহলে সময়টা দারুন কেটে যায়। কফি বা আইসক্রিমের সঙ্গে ব্রাউনি খেতে বেশ লাগে। ছোটদের তো বটেই, বড়দেরও খুব পছন্দের খাবার এই ব্রাউনি।
অনেকেই নর্থ এন্ড বা কুপার্সের ব্রাউনি খেতে পছন্দ করেন। তবে এগুলো খেতে হলে আপনাকে যেতে হবে নির্দিষ্ট ওই ব্র্যান্ডগুলোর দোকানে।
কিন্তু ঘরে বসে কফি খেতে মন চাইছে, সঙ্গে লোভ হচ্ছে একটা ব্রাউনির, তবে আপনার জন্য আছে অনলাইন পেস্ট্রি শপ Vieille 19। এখানে রয়েছে চকলেট চিপ কুকিজ, ফোকাসিয়া ব্রেড, ডাবল চকলেট কুকিজ, নাটি মিক্স ব্রাউনি ও ডার্ক চকলেট ব্রাউনি, যা ঘরে বসেই আপনি অর্ডার করতে পারবেন।
এই শপের বেস্ট সেলার আইটেম হচ্ছে তাদের ডার্ক চকলেট ব্রাউনি, যার দামটাও একদম হাতের নাগালে। তাহলে আর দেরি কেন, ঘরে বসেই অর্ডার করে ফেলুন ডার্ক চকলেট ব্রাউনি, কাটান দারুণ একটা বিকেল।