
তারকাদের ঝলমলে জীবনের আড়ালে থাকে অনেক চড়াই-উতরাই। সেই পর্দার পেছনের গল্প আর জীবনের কঠিন অভিজ্ঞতার কথা সোজাসাপ্টা জানালেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
দুই বছর আগে ভ্যালেন্টাইনস ডে’তে ভক্তদের উদ্দেশে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছিলেন, ‘আমি আজ তোমাদের ভালোবাসা দিবসের কোনও শুভেচ্ছা দেবো না। তবে এটা চাইবো, তোমরা তোমাদের সঙ্গীদের সাথে সুখে-দুঃখে থাকো। তাদের লাল গোলাপ দেয়ার চাইতে প্রতিদিন সম্মান দাও। ভালোবাসার মাঝে থাকতে গিয়ে নিজেকে নিঃশেষ করো না। মনে করো, তুমি বিশেষ কিছু। সুতরাং, নিজেদের ভালো থাকাটা নিশ্চিত করো।’
এই কথাগুলো আজও বিশ্বাস করেন নুসরাত ফারিয়া। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নিজের জীবনের দর্শন ও অজানা অভিজ্ঞতার ঝুলি খুলেছেন তিনি।
পডকাস্টে নুসরাত ফারিয়া বলেন, ‘জীবনে উত্থান-পতন সবারই থাকে। তবে খারাপ সময়গুলো আমাকে বুঝিয়ে দিয়েছে-কে আপন, কে পর।’
নুসরাত ফারিয়া তার নাম নিয়ে মজার তথ্য জানিয়েছেন এই পডকাস্টে। পারিবারিকভাবে দেওয়া তার নাম নুসরাত জাহান ফারিয়া। মা আদর করে ডাকতেন ‘সেতু’ নামে। পরিবারের অনেকে এখনও ফারিয়াকে সেতু নামেই সম্বোধন করে।
এদিকে পডকাস্টে এই চিত্রনায়িকা জানিয়েছেন, শিগগিরই নতুন গান নিয়ে আসছেন তিনি।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দ্বিতীয় মৌসুমের এই নবম পর্বটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।