
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ২০২৫ সালে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি বেড়েছে ৭০ শতাংশের বেশি। বিভিন্ন সংস্থার পূর্বাভাস ছিল ২০২৬ সালে এই দাম ৫ হাজার ডলার ছাড়িয়ে যাবে। কিন্তু সেই পূর্বাভাস যে বছরের প্রথম মাসেই সত্য হয়ে যাবে, তা হয়তো অনেকেই ভাবেননি। বিবিসির সংবাদ অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যুতে টানাপোড়েন বাড়তে থাকায় আর্থিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বেগও জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলার ছাড়িয়ে গেছে। অনিশ্চয়তার সময়ে বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুতে বিনিয়োগকে নিরাপদ মনে করেন। অন্যান্য বেশ কয়েকটি কারণেও মূল্যবান এই ধাতুর চাহিদা বেড়েছে। এর মধ্যে আছে স্বাভাবিকের তুলনায়। তুলনায় বেশি মূল্যস্ফীতি, দুর্বল মার্কিন ডলার, বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এ বছর আবারও সুদের হার কমাতে পারে এমন প্রত্যাশা।
বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ছে। রবিবার ভরিতে দেড় হাজার টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ৫৭ হাজার টাকা। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। নতুন দর অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ২ লাখ ৫৭হাজার ১৯১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১০ হাজার ৪১৯ ও সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম হবে ভরিপ্রতি ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।