
দেশের শেয়ার বাজারে গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। এতে মূল্যসূচকে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিন সূচকের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই (ডিএসই ও সিএসই) আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণও কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়-ডিএসইতে গতকাল লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমার তালিকায় চলে আসে। দিনশেষে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ২২৫টির। আর ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭পয়েন্ট কমে ৫ হাজার ৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭ পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৪৭ পয়েন্টে অবস্থান করছে। সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৫০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৩৬ কোটি ১২ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৯ কোটি ৬২ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-এশিয়াটিক ল্যাবরেটরিজ, সোনালী পেপার, আনোয়ার গ্যালভানাইজিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সামিট এলায়েন্স পোর্ট, প্রগতি ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক এবং অ্যাপেক্স ইস্পিনিং।