
মায়ের প্রিয় ফুল, স্মৃতি আর না ভরানো শূন্যতার কথা তুলে ধরে মৃত্যুবার্ষিকীতে মাকে স্মরণ করে আবেগাপ্লুত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ।
দুই বছর আগে এই দিনে মা খাইরুন নেছাকে হারান তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২০২৪ সালের ২৪ জানুয়ারি শুভর মা ইন্তেকাল করেন।
মায়ের সঙ্গে ছাদে দাঁড়িয়ে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে শুভ জানান, কামিনী, কাঠগোলাপ ও বেলি- এই তিনটি ফুল ছিল তার মায়ের পছন্দের। মা বেঁচে থাকতে কাঠগোলাপ গাছ নিয়ে এসেছিলেন শুভ, ছাদে উঠে মাকে সেই গাছ দেখানোর সময় ছবিটা তোলা হয়েছিল।
শুভ লিখেছেন, ‘গাছটি এখন বড় হয়েছে এবং ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।’
মায়ের অনুপস্থিতি এখনো মানতে পারেন না এই অভিনেতা। বাসায় ফিরে এখনো মাকে খুঁজে বেড়ান বলে লিখেছেন তিনি।
পোস্টে শুভ আরও লিখেছেন, ‘আমার এখনও মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব, কোলে গিয়ে শুয়ে পড়ব, বলব ‘মা, আমার জন্য একটু দোয়া করো। কিন্তু..’
মায়ের জন্য দোয়া চেয়ে এই অভিনেতা লিখেছেন, ‘মা আল্লাহর কাছে চলে যাওয়ার দুই বছর পূর্ণ হয়েছে। সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।’
এই পোস্টের মন্তব্যের ঘরে শুভর ভক্ত ও সহকর্মীরা সহমর্মিতা জানিয়ে তার মায়ের রুহের মাগফিরাত কামনা করেছেন। অনেকেই তাদের ব্যক্তিগত শোক ও স্মৃতির কথাও ভাগ করে নিয়েছেন।