
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে জনপ্রিয় কে–পপ সুপারস্টার বিটিএস। নতুন অ্যালবামের ঘোষণার পর এবার বিশাল ওয়ার্ল্ড ট্যুরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে গ্রুপটি। প্রায় চার বছরের বিরতির পর পূর্ণাঙ্গ ট্যুরে নামতে যাচ্ছে আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি ও জাংকুক।
আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্পোর্টস কমপ্লেক্সে কনসার্টের মাধ্যমে শুরু হবে এই ওয়ার্ল্ড ট্যুর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে ট্যুরের পোস্টার প্রকাশ করে বিটিএস।
ঘোষণা অনুযায়ী, উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার মোট ৩৪টি শহরে ৭৯টি কনসার্ট আয়োজন করা হবে। এটিকে কোনো কে–পপ গ্রুপের একক ওয়ার্ল্ড ট্যুরে সর্বাধিক শোর রেকর্ড হিসেবে ধরা হচ্ছে।
এর আগে ২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ শোয়ের মাধ্যমে শেষবারের মতো ট্যুরে দেখা গিয়েছিল গ্রুপটিকে। এরপর দীর্ঘ সময় মঞ্চের বাইরে ছিল তারা। সেই বিরতির পর এবারই প্রথম পূর্ণাঙ্গ ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে বিটিএস।
দক্ষিণ কোরিয়ায় কনসার্টের পর ২৫ এপ্রিল থেকে ফ্লোরিডা দিয়ে শুরু হবে উত্তর আমেরিকা পর্ব। এই অঞ্চলের ১২টি শহরে মোট ২৮টি শো করবে গ্রুপটি। জুন ও জুলাই মাসে ইউরোপ সফরে গিয়ে লন্ডন, প্যারিসসহ পাঁচটি শহরে ১০টি কনসার্টে অংশ নেবে তারা।
এরপর দক্ষিণ আমেরিকা পর্বে সাও পাওলো, বুয়েনস এইরেসসহ পাঁচটি শহরে মঞ্চ মাতাবে বিটিএস।
উল্লেখ্য, ট্যুর শুরুর আগেই আগামী ২০ মার্চ প্রকাশিত হবে বিটিএসের নতুন পূর্ণাঙ্গ অ্যালবাম। প্রায় চার বছর পর আসতে যাওয়া এই অ্যালবাম ও ওয়ার্ল্ড ট্যুর ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে।
সূত্র: সিএনএন