
আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ইতালির কর্টিনা ডি’আম্পেজ্জোতে ২০২৬ শীতকালীন অলিম্পিকের পর্দা উঠবে। বিশ্বের জনপ্রিয় এই ক্রীড়া ইভেন্ট শুরু হওয়ার আগে প্রহরীর মৃত্যুতে আলোচনায় শীতকালীন অলিম্পিক। মূলত শীতকালীন অলিম্পিক ভেন্যুর কাছে একটি নির্মাণস্থলে রাত্রিকালীন শিফটে কর্মরত অবস্থায় তীব্র ঠান্ডায় সেই প্রহরীর মৃত্যু হয়েছে। যা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
ইতালির সংবাদমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার রাতে কর্টিনার বরফের আখড়ার নিকটবর্তী নির্মাণস্থলে এই ঘটনা ঘটে। সে রাতে ঐ অঞ্চলের তাপমাত্রা নেমে আসে মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াসে। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা সেই প্রহরীর মৃত্যুর প্রধান কারণ। ইতালির অবকাঠামো মন্ত্রী মাত্তেও সালভিনি এই মৃত্যুর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
অলিম্পিক অবকাঠামোর দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান সিমিকো এক বিবৃতিতে জানায়, সংশ্লিষ্ট নির্মাণস্থলটি তাদের তত্ত্বাবধানে ছিল না। তবে তারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। কর্টিনা শহরের কর্মকর্তারাও এই মৃত্যুতে ‘গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন’ বলে মন্তব্য করেছেন।
আগামী ৬ থেকে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মিলানো কর্টিনা ২০২৬ শীতকালীন অলিম্পিক। কর্টিনায় কার্লিং, স্লাইডিং ও নারীদের আলপাইন স্কিইং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানসহ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করা হবে মিলানে। উদ্বোধনী অনুষ্ঠানটি মিলানের ঐতিহাসিক সান সিরো ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, এতে সংগীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত টেনার আন্দ্রেয়া বোসেলি। তিনি পূর্বে ঘোষিত পপ তারকা মারিয়া ক্যারির সঙ্গে মঞ্চ ভাগ করবেন।
ইতিহাসের অন্যতম বিস্তৃত শীতকালীন অলিম্পিক আয়োজনের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানের কিছু অংশ আরও তিনটি ভিন্ন স্থানে একযোগে পরিচালিত হবে। কর্টিনা ডি’আম্পেজ্জো, লিভিগনো এবং ট্রেন্টোর প্রেদাজ্জো থেকে এসব মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে প্রয়াত ইতালীয় ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির প্রতিও বিশেষ শ্রদ্ধা জানানো হবে। তিনি গত সেপ্টেম্বরে ৯১ বছর বয়সে মৃত্যুবরণ করেন।