
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনায় ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির আবেদনের প্রেক্ষিতে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল জানান, এমন অবস্থায় তাড়াহুড়ো না করে সতর্ক হয়ে বিসিবির ব্যবস্থা নেওয়া উচিত। এমন মন্তব্যের পর তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেন বিসিবির পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলাম।
তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের এমন মন্তব্যের পর আলোচনা-সমালোচনার ঝড় উঠে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলা হয়েছে। এবার নাজমুল ইসলামের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সাবেক বিসিবি পরিচালক ও কোচ খালেদ মাহমুদ সুজন।
নাজমুল ইসলামের মন্তব্য প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে সুজন বলেন, ‘এই কথার কোনো যৌক্তিকতা নেই। মানে অসভ্য লোকরাই বলবে এরকম কথা। উনি একটা অসভ্য বলেই আমার মনে হয়। অসভ্য না হলে উনি এরকম কথা বলতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘ভারতের ক্রিকেটকে তো আমরা নিয়ন্ত্রণ করি না। ওরা কী করবে, মোস্তাফিজকে বাদ দিবে, মোস্তাফিজকে রাখবে, ওরা অকশনে নিয়েছে- এটা তো কন্ট্রোলের মধ্যে নাই। কিন্তু যিনি ওটা বলেছেন, সেটা তো কন্ট্রোলের মধ্যে একটা ব্যাপার। তামিম ইকবালের যা বক্তব্য, এটা কন্ট্রোলের একটা ব্যাপার। তার বিপরীতে যে স্ট্যাটাস দিয়েছেন, সেটা তো কন্ট্রোলেরও ব্যাপার। একজন বোর্ড ডিরেক্টর, এরকম দায়িত্বশীল একটা জায়গায় থেকে এরকম মন্তব্য করেন, সেটা কন্ট্রোল করার দায়িত্ব বিসিবির না?’
এ দিকে বিসিবির আরেক পরিচালক আসিফ আকবর বলেছেন, দুই-একটা বিশ্বকাপ না খেললে কিছু যায় আসে না। যদিও বিসিবি সভাপতি বুলবুল জানিয়েছেন আসিফের মন্তব্যের সঙ্গে একমত নন তিনি।
আসিফের মন্তব্য প্রসঙ্গে সুজন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট ও দেশে গান গাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। এটার মধ্যে অনেক পার্থক্য আছে আসলে। এটা মাথায় রাখতে হবে যে, তামিম আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। এটা মাথায় রাখতে হবে, আমি দেশে খুব জনপ্রিয় গায়ক, আর তামিম আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী স্বীকৃত একজন ক্রিকেটার। দুইটার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য আছে।’
বিশ্বকাপ খেলতে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কার কথা জানিয়ে সুজন বলেন, জিম্বাবুয়ে ছাড়া খেলতে পারব না (বিশ্বকাপ বয়কট করলে), তখন আপনি টিভি কাভারেজ পাবেন? আপনি কত টাকা আয় করবেন? আর্থিক (আয়) ছাড়া আপনি কীভাবে ক্রিকেট চালাবেন?’