
ঢাকা ক্যাপিটালসকে সহজেই হারিয়ে প্লে–অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্বের শেষ ম্যাচে আজ রাজশাহী ৭ উইকেটে ও ২৩ বল হাতে রেখে ১৩২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে।
এই জয়ে রাজশাহীর সঙ্গে প্লে–অফে উঠে গেছে চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস। বাকি একটি স্থানের জন্য এখন লড়াইয়ে আছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।
পয়েন্ট টেবিলের চিত্র
-
রাজশাহী ওয়ারিয়র্স: ৮ ম্যাচে ১২ পয়েন্ট (শীর্ষে)
-
চট্টগ্রাম রয়্যালস: ৭ ম্যাচে ১০ পয়েন্ট
-
সিলেট টাইটানস: ৯ ম্যাচে ১০ পয়েন্ট (নেট রান রেটে তৃতীয়)
-
রংপুর রাইডার্স: ৮ ম্যাচে ৮ পয়েন্ট
-
ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস: ৮ ম্যাচে ৪ পয়েন্ট
টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস। তবে সপ্তম ওভারে আবদুল গাফফার সাকলাইনের টানা দুই আঘাতে উসমান খান ও সাইফ হাসান ফিরলে ঢাকার ইনিংসে ধস নামে।
শেষ ওভারের শেষ তিন বলে হ্যাটট্রিক তুলে নিয়ে রিপন মণ্ডল ঢাকার ইনিংস গুটিয়ে দেন ১৩১ রানে।
রান তাড়ায় রাজশাহীর শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনিং জুটিতে ৪.২ ওভারে আসে ৩৮ রান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন ও মুহাম্মদ ওয়াসিম আউট হলেও তানজিদ হাসানের ঝোড়ো ব্যাটিং সব শঙ্কা উড়িয়ে দেয়।
৪৩ বলে ৭৬ রান করে আউট হওয়ার সময় দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তানজিদ। বাকি কাজ শেষ করেন মুশফিকুর রহিম ও জিমি নিশাম।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস: ২০ ওভারে ১৩১
(উসমান ৪১, নাসির ২৪; সাকলাইন ৪/২৪, রিপন ৩/৩০, রুবেল ২/২২)
রাজশাহী ওয়ারিয়র্স: ১৬.১ ওভারে ১৩২/৩
(তানজিদ ৭৬, ওয়াসিম ২২; নাসির ১/১২)
ফল: রাজশাহী ওয়ারিয়র্স ৭ উইকেটে জয়ী।