
ইউরোপীয় ইউনিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অবৈধ কনটেন্ট তথা ‘ডিপফেক’ ছবি তৈরির প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের চ্যাটবট ‘গ্রোক’ ব্যবহার করে নারীদের অসম্মতিমূলক যৌনতাপূর্ণ এবং শিশুদের আপত্তিকর ছবি তৈরির ঘটনার প্রেক্ষিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের মুখপাত্র থমাস রেগনিয়ার একটি সংবাদ সম্মেলনে জানান, ‘ইইউ-র মূল লক্ষ্য নির্দিষ্ট কোনো পোস্ট সরানো নয় বরং প্ল্যাটফর্মগুলোর সিস্টেম বা নকশায় এমন পরিবর্তন আনা যাতে কোনো ব্যবহারকারী সেখানে অবৈধ কনটেন্ট তৈরি করতে না পারে।’
তিনি আরও বলেন, ‘পেইড বা নন-পেইড যেকোনো সাবস্ক্রিপশনের মাধ্যমে, ইউরোপীয় ইউনিয়নের ব্যবহারকারীরা যাতে নারীদের অসম্মতিমূলক যৌন ছবি বা শিশুদের নিয়ে কোনো অবৈধ কনটেন্ট তৈরি করতে না পারে তা নিশ্চিত করতে হবে।’
রেগনিয়ার আরও উল্লেখ করেন, কোনো কনটেন্ট অবৈধ হলে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে রিপোর্ট করবেন এবং প্ল্যাটফর্ম তা সরিয়ে নিতে বাধ্য থাকবে। কিন্তু ইইউ চায় প্ল্যাটফর্মের নকশাই এমন হওয়া উচিত যাতে এ ধরণের অবাঞ্ছিত কন্টেন্ট তৈরীর আগেই বাঁধা দেওয়া সম্ভব হয়।’
ইলন মাস্ক পোস্টের মাধ্যমে সতর্ক করেছেন, ‘এআই ব্যবহার করে যারা অবৈধ কনটেন্ট তৈরি করবেন, তারা সাধারণ উপায়ে অবৈধ কনটেন্ট আপলোডকারীদের মতোই সমান শাস্তির আওতাধীন হবে।’
সম্প্রতি এক্স তাদের গ্রোক চ্যাটবটের মাধ্যমে ছবি তৈরি ও সম্পাদনার ফিচারটি কেবল অর্থ প্রদানকারী বা সাবস্ক্রাইবার ব্যবহারকারীদের জন্য সীমিত করেছে। তবে ইইউ মুখপাত্রের মতে, সাবস্ক্রিপশন মডেলে নির্বিশেষে অবৈধ কনটেন্ট তৈরির সুযোগ রাখা যাবে না।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি ‘এক্স’ কর্তৃপক্ষ ব্যবহারকারীদের গ্রোকের মাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক বা অন্য কোনো বেআইনি কনটেন্ট তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছে। যদিও ‘এক্স’-এর নীতিমালায় পর্নোগ্রাফিক বিষয়বস্তু নিষিদ্ধ, তবুও ব্যবহারকারীরা ‘গ্রোক’ ব্যবহার করে মানুষের সম্মতি ছাড়াই ডিজিটাল উপায়ে আপত্তিকর ছবি তৈরি করছে বলে অভিযোগ উঠেছে।