
তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগান’ নিয়া গত কয়েকদিন ধরে চলছে টানাপোড়েন। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ৯ জানুয়ারি। অগ্রিম টিকিট বিক্রিতে ব্যাপক সাড়া মিললেও শেষ মুহূর্তে ছবিটির মুক্তি নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেননা ভারতের মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের নোটিশ অনুযায়ী আগামী ২১ জানুয়ারি পর্যন্ত মুক্তি পাচ্ছে না সিনেমাটি।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মাদ্রাজ হাই কোর্ট জানিয়েছে, সেন্সর বোর্ড পুনরায় সিনেমাটির পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে নির্মাতারা একটি মুক্তির তারিখ নির্ধারিত করে সেন্সর বোর্ডকে জানাতে পারে। আগামী ২১ জানুয়ারির পর মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ আবার এই মামলাটি শুনে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এ সময় পর্যন্ত কোনওভাবেই মুক্তি পাবে না সিনেমাটি।
সেই হিসেবে আবারও অনির্দিষ্টকালের জন্য ‘জন নায়াগান’-এর মুক্তির দিন পিছিয়ে গেল। এতে বেজায় ক্ষুব্ধ দক্ষিণী অভিনেতা বিজয়।
প্রসঙ্গত, ‘জন নায়াগান’ সিলভার স্ক্রিনে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেন্সর বোর্ডের তরফে ছাড়পত্র দিতে দেরি করা হয়। সিনেমার নির্মাতারা মুক্তির দিন পিছিয়ে দেন।
নতুন করে কোনও মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। সেন্সর বোর্ড আগেই এই সিনেমার মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল। সে কারণে এখনও ছাড়পত্র পায়নি এই ছবি। সম্প্রতি সেন্সর জটিলতা নিয়ে প্রযোজকেরা মাদ্রাজ হাইকোর্টে মামলা করেন। তাদের অভিযোগ, এক মাসেরও বেশি সময় আগে ছবি জমা দেওয়া হলেও অযথা বিলম্ব করা হচ্ছে। শুনানিতে বিচারপতি পি টি আশা বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখেন।
সেই মামলার শুনানিতে আজ বিজয়ের পক্ষেই রায় হয়। যদিও তাতে খুশি হয়নি সেন্সর বোর্ড। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তারা। বিকেলে শুনানিত সেন্সর বোর্ডের পক্ষেই রায় গিয়েছে। ফলে এই ব্যাপারে দক্ষিণী তারকা বিজয়ের অনুরাগীরা ক্ষুব্ধ।
নতুন এক সফর দীর্ঘ তিন দশক তামিল ইন্ডাস্ট্রি শাসনের পর অভিনয়কে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন বিজয়। তার নিজের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে তিনি এখন পুরোপুরি মনোযোগী হতে চান রাজ্য রাজনীতিতে।