
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। বড় আশা নিয়ে দায়িত্ব নিলেও মাত্র ১৪ মাসেই ইউনাইটেডে তার দায়িত্বের সমাপ্তি ঘটল। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, দলের ধারাবাহিক পারফরম্যান্সের ঘাটতি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার কারণেই তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
বুধবার দিবাগত রাতে বার্নলির বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে দলটির দায়িত্ব সাময়িকভাবে পালন করবেন ক্লাবের ঘরের ছেলে ও সাবেক মিডফিল্ডার ফ্লেচার। আমোরিমের বিদায়টা একরকম অনুমিতই ছিল। গত কয়েক সপ্তাহ ধরে ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন চরমে পৌঁছায়। বিশেষ করে দলবদলের বাজারে নিজের পছন্দের খেলোয়াড় না পাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই পর্তুগিজ কোচ।
গত রোববার লিডসের বিপক্ষে ম্যাচ ড্র করার পর তিনি আক্ষেপ করে বলেছিলেন, তিনি একজন পূর্ণাঙ্গ ‘ম্যানেজার’ হিসেবে ক্ষমতা চান। এমনকি চুক্তির মেয়াদ শেষে ক্লাব ছাড়ার ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন তিনি; কিন্তু ক্লাব কর্তৃপক্ষ আর সময় দিতে রাজি হয়নি। সেই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যেই তার হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয়। ২০২৪ সালের নভেম্বরে আমোরিম যখন দায়িত্ব নেন, তখন তাকে ঘিরে ক্লাব পুনর্গঠনের স্বপ্ন দেখছিল কর্তৃপক্ষ।
তবে মাঠের পরিসংখ্যান ছিল বেশ হতাশাজনক। তার অধীনে খেলা ৬৩ ম্যাচের মধ্যে ইউনাইটেড জয় পেয়েছে মাত্র ২৫টিতে। গত মৌসুমে লিগে ১৫তম স্থানে থেকে শেষ করাটা ছিল ক্লাব ইতিহাসের বড় এক লজ্জা। গত বছর জানুয়ারিতে তিনি নিজে আক্ষেপ করে বলেছিলেন, তার হাতে থাকা দলটি সম্ভবত ক্লাবের ১৪৭ বছরের ইতিহাসে সবচেয়ে দুর্বল।