
সিলেট টাইটান্সের বিপক্ষে শুরু থেকেই চাপে ছিল নোয়াখালী এক্সপ্রেস। মাঝে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন তারা। তবে নোয়াখালীর সেই প্রতিরোধ ভেঙে দেন নাসুম আহমেদ। ৫ উইকেট শিকার করেন এই স্পিনার। এতেই ১৪ ওভার ২ বলে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী।
সোমবার (৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী। তাদের মাত্র ২ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেন। মাহিদুল ইসলাম অঙ্কন ৩২ বলে ২৫ ও হাবিবুর রহমান সোহান ১৬ বলে ১৮ রান করেন।
চার ব্যাটার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। মাত্র ৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় নোয়াখালী। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট শিকার করেন নাসুম।
৬১ রানে অলআউট হয়ে বিপিএলে সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছে নোয়াখালী। এই তালিকায় ৪৪ রান করে সবার উপরে খুলনা, ২০১৬ সালে তাদের প্রতিপক্ষ ছিল রংপুর।