
সমালোচক ও দর্শকের প্রশংসা পাওয়া মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দ্য হাউসমেইড’ এবার ভারতে মুক্তি পাচ্ছে। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই ভারতীয় সেন্সর বোর্ডের কাঁচিতে কাটা পড়েছে সিনেমাটির একাধিক গুরুত্বপূর্ণ দৃশ্য। এমনটাই জানিয়েছে বলিউড হাঙ্গামা।
ভারতীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড সিনেমাটির একাধিক নগ্ন ও অন্তরঙ্গ দৃশ্য কর্তন করেছে। পাশাপাশি কয়েকটি দৃশ্যে অডিও মিউট করার নির্দেশও দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ মিনিটের দৃশ্য কেটে ফেলা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে ভারতীয় সেন্সর কর্তৃপক্ষের সবচেয়ে বড় কর্তনের একটি বলে মনে করা হচ্ছে।
বলিউড হাঙ্গামাকে দেওয়া তথ্যে একটি সূত্র জানায়, সিডনি সুইনির একটি দীর্ঘ অন্তরঙ্গ দৃশ্য ভারতের সংস্করণে রাখা হয়নি। একই ধরনের আরও একটি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া আমান্ডা সেফ্রিডের একটি দৃশ্যও পুরোপুরি কেটে ফেলা হয়েছে। তবে প্রধান অভিনেতা ব্র্যান্ডন স্কলেনারের একটি দৃশ্য সম্পূর্ণ বাদ না দিয়ে সংক্ষিপ্ত করা হয়েছে।
এই কাটছাঁটের ফলে সিনেমাটির মূল দৈর্ঘ্য ২ ঘণ্টা ১১ মিনিট ৪৬ সেকেন্ড থেকে কমে ভারতের সংস্করণে দাঁড়িয়েছে ২ ঘণ্টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে।
‘দ্য হাউসমেইড’ ছবিতে সিডনি সুইনি অভিনয় করেছেন মিলি ক্যালোওয়ে চরিত্রে। কারাভোগের পর নতুনভাবে জীবন শুরু করতে তিনি লং আইল্যান্ডের ধনী উইনচেস্টার পরিবারের বাড়িতে আবাসিক গৃহকর্মীর কাজ নেন। তবে অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে, বাহ্যিক জাঁকজমকের আড়ালে পরিবারটির লুকিয়ে থাকা অস্বস্তিকর গোপন রহস্য।
ছবির গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে মিলি ও তাঁর নিয়োগকর্তা নিনা উইনচেস্টারের (অভিনয়ে আমান্ডা সেফ্রিড) জটিল সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে দুই নারীর মধ্যে ক্ষমতার সমীকরণ বদলাতে থাকে এবং ভুক্তভোগী ও নিয়ন্ত্রণকারীর সীমারেখা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে যায়।
এদিকে সিনেমাটি মুক্তির পরপরই সিডনি সুইনির একটি দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানে তাঁর চরিত্র ও অ্যান্ড্রু উইনচেস্টারের মধ্যে একটি অন্তরঙ্গ মুহূর্ত দেখা যায়। ভিডিওটি এক্স, রেডিটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা তৈরি করে।
উল্লেখ্য, সিডনি সুইনি আগেও সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ‘ইউফোরিয়া’, ‘দ্য ভোয়ার্স’, ‘অ্যানিওয়ান বাট ইউ’ ও ‘ইডেন’-সহ একাধিক চলচ্চিত্র ও সিরিজে তাঁকে এমন চরিত্রে দেখা গেছে।