
২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ২৫ ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। যার মধ্যে ২৪টিতেই খেলেছেন কিলিয়ান এমবাপ্পে। যতটুকু সময় মাঠে ছিলেন, নিজের পুরোটা দিয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড। টানা ম্যাচ খেলার নেতিবাচাক প্রভাব পড়েছে এমবাপ্পে ওপর। চোটে পড়েছেন এই ফরাসি স্ট্রাইকার।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, ‘রিয়াল মাদ্রিদের মেডিকেল দল আজ (গতকাল) কিলিয়ান এমবাপ্পের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। তার বাঁ হাঁটু মচকে গেছে।’ তবে ঠিক কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে তা জানায়নি স্প্যানিশ ক্লাবটি।
তবে এমবাপ্পের ঘনিষ্ঠ এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, অন্তত তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে। এছাড়া ফরাসি সংবাদমাধ্যম লেকিপও জানিয়েছে, কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন এমবাপ্পে। নতুন বছরে এটা অবশ্যই রিয়াল সমর্থকদের জন্য ভালো খবর নয়।
লেকিপ আরও জানিয়েছে, লা লিগায় বেশ কয়েকটি ম্যাচেই হাঁটুর চোট নিয়ে খেলেছেন এমবাপ্পে। কিন্তু বিপদটা ধীরে ধীরে টের পেয়েছেন এমবাপ্পে। জোরে দৌড়ানোর সময় গতি বাড়াতে পারছিলেন না।
সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ গোল করা এমবাপ্পে চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। লা লিগাতেও এ মৌসুমে তার গোলসংখ্যাই সর্বোচ্চ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের করা ৫২ গোলের ৫৫.৭ শতাংশ গোলই এসেছে এমবাপ্পের কাছ থেকে। এখন তিন সপ্তাহের জন্য ছিটকে এই ফরাসি স্ট্রাইকারের ছিটকে যাওয়ায় বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ।