
লোকসংগীতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। জানা গেছে, গত বছরের ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।
দীর্ঘদিন ধরেই সালমার দাম্পত্য জীবনে অশান্তির গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে বিষয়টি প্রকাশ্যে আনেন তার স্বামী সানাউল্লাহ নূর সাগর নিজেই। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের সমাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরপরই প্রথম সন্তান স্নেহাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন সালমা। সাধারণত ব্যক্তিগত জীবন ও সন্তানদের বিষয়ে সামাজিক মাধ্যমে খুব বেশি কথা বলেন না এই শিল্পী। তবে বুধবার (৩১ ডিসেম্বর) বড় মেয়ে স্নেহার জন্মদিন উপলক্ষে দেওয়া দীর্ঘ পোস্টে মা হিসেবে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।
পোস্টে সালমা লেখেন, স্নেহা তার প্রথম সন্তান এবং তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। অল্প বয়সে মা হওয়ার অভিজ্ঞতা, সন্তানকে ঘিরে ভয়, ভালোবাসা ও মমতার কথা আবেগঘন ভাষায় প্রকাশ করেন তিনি। মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দোয়া ও আশীর্বাদ জানিয়ে সালমা লেখেন, এই নিষ্ঠুর দুনিয়ায় তিনি আর কিছু চান না, শুধু চান তার দুই মেয়ে স্নেহা ও সাফিয়া যেন সুখে-শান্তিতে বড় হয় এবং নিজেরা আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে।
বড় মেয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্টের শেষ অংশে সালমা লেখেন, মা হিসেবে তার আশীর্বাদ সবসময় সন্তানের সঙ্গে থাকবে এবং স্নেহার জন্য সবার কাছে দোয়া চান তিনি।
উল্লেখ্য, ২০১১ সালে পারিবারিকভাবে কণ্ঠশিল্পী সালমার প্রথম বিয়ে হয় দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে। সেই সংসারে তাদের একমাত্র কন্যা স্নেহার জন্ম হয়। তবে দাম্পত্য কলহের কারণে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালে আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমা।