
২০২৬। নতুন বছরের প্রথম দিন আজ। খেলাধুলার ক্যালেন্ডারে দেখা যায়, এ বছরটি খেলোয়াড়দের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। খেলোয়াড়েরা খেলা নিয়ে মেতে থাকবেন। একটার পর একটা আন্তর্জাতিক খেলা লেগেই থাকবে। সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-তিন দেশ মিলে আয়োজন করবে নতুন নিয়মের বিশ্বকাপ ফুটবল।
৩২ বছর আগে ২৪ দেশ নিয়ে ১৯৯৪ সালে এককভাবে বিশ্বকাপ ফুটবল আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। এবার ৪২ দেশ নিয়ে ‘প্রথম’ বিশ্বকাপের আসর বসবে। সবচেয়ে বেশি আলোচনায় থাকবে দুনিয়া কাঁপানো এবারের বিশ্বকাপ। মেসির শেষ বিশ্বকাপ বলে এবার বাড়তি আকর্ষণ থাকবে। মেসি, রোনালদো, সালাহ, নেইমারের মতো তারকাদের বিদায়ের বছর হতে পারে এটাই। স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামালদের মতো নতুন নতুন তারকা উঠে আসার বছর।
বিশ্বকাপের বড় পোস্টার হতে পারেন নরওয়ের হল্যান্ড। ফিফা বিশ্বকাপ ফুটবল, ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফিফা ২৩তম বিশ্বকাপের আসর। কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে মেসি ফুটবল দুনিয়া রঙিন করে দিয়েছেন। তাকে ঘিরে বিশ্বকাপে দর্শক আকর্ষণ আরও বেড়েছে। ফিফা চায় মেসি, নেইমার, রোনালদোর মতো তারকারা ভালো পারফরম্যান্স করুক। ফাইনাল পর্যন্ত টিকে থাকুক। নানা কারণে এবারের বিশ্বকাপ ঘিরে সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি হয়েছে।
বিশ্বকাপের টিকিট চাহিদা সবচেয়ে বেশি। ইতিহাস ছাড়িয়ে গেছে টিকিটের চাহিদা। কয়েক ধাপে টিকিট চাহিদা চেয়েছিল। গত ১৫ দিনে ১৫০ মিলিয়ন দর্শক টিকিটের চাহিদা দেখিয়েছে। এই একটা চাহিদা মনে করিয়ে দেয়, এবারের বিশ্বকাপ ফুটবলের কদর কতটা বেড়েছে। গত দুইটা বিশ্বকাপ ফুটবলে টিকিট হাতে পেলে দর্শককে ভিসা নিতে হয়নি। টিকিট থাকলে ফ্যান আইডি দিয়ে বিশ্বকাপের দেশে প্রবেশ করা গেছে। রাশিয়া বিশ্বকাপে দর্শককে ভিসা নিতে হয়নি কিন্তু সাংবাদিকদের ভিসা নিতে হয়েছিল। কাতার বিশ্বকাপে ভিসা নিতে হয়নি কাউকে। বিশ্বকাপ হবে প্রায় ২ মাস। কিন্তু বিশ্বকাপের আমেজ শুরু হবে এক মাস আগে এবং বিশ্বকাপের উৎসব থাকবে বছর শেষ পর্যন্ত।
বিশ্বকাপের আমেজ তরতাজা থাকতেই কমনওয়েলথ গেমস দেখার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কমনওলেথভুক্ত দেশগুলোকে নিয়ে হয় এই আয়োজন, যেখানে বাংলাদেশও অংশগ্রহণ করবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে ২৩ জুলাই থেকে ২ আগস্ট কমনওলেথ গেমস অনুষ্ঠিত হবে। কমনওলেথ গেমস শেষ না হতেই এশিয়ার সবচেয়ে বড় গেমস এশিয়ান গেমস শুরু হয়ে যাবে। জাপানের নাগোয়ার আইচিতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর। বাংলাদেশও এই গেমসে অংশগ্রহণ করবে। এশিয়ান গেমস অনেক গেমসের চেয়েও গুরুত্বপূর্ণ। এশিয়ান গেমসের পদকজয়ীরাই পরবর্তীকালে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুতি নেয়।
বিশ্বকাপ ফুটবল, কমনওলেথ গেমস, এশিয়ান গেমস ছাড়াও রয়েছে বিশ্ব ক্রিকেটের একাধিক আসর। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশ খেলবে সেখানে। কলকাতায় ইডেন গার্ডেন্সে খেলা দেখার স্বপ্ন পূরণ হবে অনেকের। শীতকালীন অলিম্পিক ৬-২২ ফেব্রুয়ারি ইতালির মিলানে।
ছেলে ও মেয়েদের নিয়ে হকি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। খেলা হবে আগস্টে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে, ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত হবে খেলা। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে জুনে, ইংল্যান্ডের ওয়েলসে।
এছাড়াও নিয়মিত প্রতি বছর হয়ে আসছে ইউএস ওপেন, কানাডিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন টেনিসের মতো কোর্টের লড়াই। ২০২৫ সালে বিশ্ব ক্রীড়াঙ্গনে বৈশ্বিক আসর বলতে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ ফুটবল আয়োজন, প্রথম বার ৩২ ক্লাব নিয়ে ক্লাব বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়। ফরাসি দল পিএসজিকে হারিয়ে শিরোপা জয় করেছিল ইংলিশ ক্লাব চেলসি। আইসিসি ওমেনস ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ও আরব আমিরাতে হয়। নিয়মিত আয়োজন বলতে প্রতি বছর হয়ে আসছে ইউএস ওপেন, কানাডিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন টেনিস। হয়েছে নারী ইউরো।
এছাড়াও হয়ে গেছে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিকস, ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ দক্ষিণ কোরিয়ায়, ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ। কিন্তু সেভাবে প্রচার পায়নি এসব খেলা। তবে এর মধ্যে সবচেয়ে আলোচনায় ছিল ওয়ার্ল্ড অ্যাথলেটিকস। তারপর ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হলেও আলোচনার চেয়ে সমালোচনা ছিল বেশি।
২০২৫ বছরটা দুনিয়া জুড়ে সবচেয়ে ফিলিস্তিনে ইসরাইলের আক্রমণ। গণহত্যা পুরো পৃথিবী নাড়িয়ে দিয়েছে। বিশ্ব মনবতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০২৫ সালটি ছিল যুদ্ধের বছর। সেখান থেকে আজ নতুন বছরে পা দিয়ে নতুন এক পৃথিবীর যাত্রা শুরু হবে আজ। নতুন বছরটা হবে খেলাধুলার বছর। আর কোনো যুদ্ধ না হোক, বোমার আঘাতে প্রাণহানি না ঘটুক। ক্যালেন্ডার বলছে, নতুন বছরটি হবে খেলার যুদ্ধের বছর। সেটাই যেন হয়। -হ্যাপি নিউ ইয়ার