
দাবার বোর্ডে আবারও নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রাখলেন নরওয়ের গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। র্যাপিডের মুকুট জেতার মাত্র দুই দিন পর এবার ব্লিৎজ দাবায়ও শিরোপা জিতলেন তিনি। একই সঙ্গে পূর্ণ করলেন নিজের ২০তম বিশ্ব শিরোপা। এ নিয়ে নবম বারের মতো বিশ্ব ব্লিৎজ চ্যাম্পিয়ন হলেন কার্লসেন। সেইসঙ্গে এক বছরে রেকর্ড পাঁচবার র্যাপিড ও ব্লিৎজ একসঙ্গে জেতার রেকর্ড গড়লেন তিনি।
দোহায় অনুষ্ঠিত ফাইনালে ৩৫ বছর বয়সী এই নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টারের প্রতিপক্ষ ছিলেন উজবেকিস্তানের ২১ বছর বয়সী প্রতিভাবান নোদিরবেক আবদুসাত্তোরভ। চার গেমের ফাইনাল সিরিজে প্রথম ম্যাচে হেরে গিয়েছিলেন কার্লসেন। কিন্তু বিশ্ব এক নম্বরের মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে দ্বিতীয় গেমে ফিরে আসেন তিনি। তৃতীয় গেম ড্র হয়। নির্ধারণী চতুর্থ গেমে কালো ঘুঁটি নিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসেন কার্লসেন। সময়ের কৌশলগত লড়াইয়ে, শেষ মুহূর্তের তীব্র টাইম স্ক্র্যাম্বলে শান্ত থেকে নিজের জয়ের পথটা নিজেই তৈরি করে নেন নরওয়েজিয়ান এই মহাতারকা।
সব মিলিয়ে এখন পর্যন্ত ২০টি বিশ্ব শিরোপা জিতেছেন কার্লসেন। যার মধ্যে নয়টি ব্রিজ, ছয়টি র্যাপিড ও পাঁচটি ক্লাসিক্যাল। ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৮ ও ২০২১ সালে ক্লাসিক্যাল বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। তবে অনুপ্রেরণার অভাবের কথা জানিয়ে ২০২৩ সালে সেই মুকুট স্বেচ্ছায় ছেড়ে দেন তিনি। বর্তমানে ক্লাসিক্যাল বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ভারতের ডোম্মারাজু গুকেশের মাথায়। এই মৌসুমে আরও একটি বড় শিরোপা জিতেছেন কার্লসেন। ফ্রিস্টাইল চেস গ্র্যান্ড স্ল্যাম। অর্থাৎ, দাবার সব রকম ফরম্যাটেই আধিপত্য ছড়াচ্ছেন তিনি।
এবার আরও বড় সুযোগের সামনে কার্লসেন। সম্প্রতি নতুন একটি ফরম্যাট প্রস্তাব করেছে আন্তর্জাতিক দাবা ফেডারেশন। ‘টোটাল চেস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্যুর’ নামক এই প্রতিযোগিতায় ফাস্ট ক্লাসিক, র্যাপিড ও ব্লিৎজ মিলিয়ে একজন সম্মিলিত বিশ্বচ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে। এই উদ্যোগকে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন কার্লসেন। হয়তো সেখানেই দেখা মিলবে নতুন অনুপ্রেরণায় উজ্জীবিত ম্যাগনাসের।