
গতকাল দুপুরে যখন রাজধানীর সংসদ এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য। লাখ-লাখ মানুষ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে ছুটে আসেন। তাদের হৃদয়ে ছিল আপসহীন নেত্রীকে হারানোর ক্ষত এবং চোখ ছিল অশ্রুসিক্ত।
দলমত-নির্বিশেষে সারা দেশ থেকে আগত লাখো মানুষের ঢল নামে রাজধানীতে। যারা সশরীরে জানাজায় অংশগ্রহণ করতে পারেননি, তারা টিভির পর্দায় চোখ রেখে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিদায়ী রুহের জন্য মাগফেরাত কামনা করেন। দেশের বিভিন্ন স্থানে হয়েছে গায়েবানা জানাজা।
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের চলছে সিলেট পর্ব। সেই সুবাদে ক্রিকেটার, কর্মকর্তা, কোচ, সাংবাদিক ও কোচিং স্টাফের সদস্যরা রয়েছেন সিলেটে। ফলে সশরীরে সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় উপস্থিত হতে পারেননি তারা। তবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দোয়া আয়োজন করা হয়েছে।
স্টেডিয়ামের জায়ান্ট স্কিনে লাইভ সম্প্রচার হয়েছে ঢাকায় অনুষ্ঠিত হওয়া জানাজা। ক্রিকেটার থেকে শুরু করে, বোর্ডকর্তা, কোচিং স্টাফের সদস্যরা ও সাংবাদিকরা এক কাতারে দাঁড়িয়ে জানাজার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য হাত তুলে দোয়া করেছেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে পরিচালক ইফতেখার রহমান মিঠু, রকিবুল ইসলাম, মুশফিকুর রহিম ও সোহান, মিরাজ, নাসিরদের চোখ-মুখে ছিল আপসহীন নেত্রীকে হারানোর ক্ষত। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে গেল পরশু ও গতকাল মাঠে গড়ায়নি বিপিএল।