
ছয় মাসের ব্যবধানে সঞ্চয়পত্রের মুনাফার হার পুনরায় কমানো হয়েছে। আজ ১ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (ইআরডি) নতুন হার কার্যকর করেছে।
নতুন হার অনুযায়ী, সর্বোচ্চ মুনাফা হবে ১০.৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮.৭৪ শতাংশ। গত জুলাই মাসেও হার কমানো হয়েছিল। প্রতি ছয় মাসে সঞ্চয়পত্রের মুনাফা পর্যালোচনা করা হয়।
মুনাফা নির্ধারণের সময় বিনিয়োগের পরিমাণ বিবেচনা করা হয়। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে হার তুলনামূলক বেশি, বেশি বিনিয়োগে হার কম।
নতুন হার অনুযায়ী জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফা হবে ১০.৫৪ শতাংশ, বেশি বিনিয়োগে ১০.৪১ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে একই সীমার কম বিনিয়োগে হার ১০.৫৯ শতাংশ, বেশি বিনিয়োগে ১০.৪১ শতাংশ।
বাংলাদেশ সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা ১০.৪৪ শতাংশ, বেশি বিনিয়োগে ১০.৪১ শতাংশ। তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও হার কমিয়ে ১০.৪৮ ও ১০.৪৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
ইআরডি জানিয়েছে, ২০২৫ সালের ১ জুলাই আগে ইস্যু হওয়া সঞ্চয়পত্রে আগের হার প্রযোজ্য থাকবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে নতুন মুনাফার হার প্রযোজ্য হবে।
সঞ্চয়পত্রের গ্রাহক মূলত মধ্যবিত্ত পরিবার। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতি ৮-৯ শতাংশের মধ্যে থাকায় নতুন বছরে তাদের ব্যয়ভার আরও বেড়ে যেতে পারে।