
মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী তারকা ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন। বক্সিং ডের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে কৃত্রিম কোমায় রাখা হয়েছে ৫৪ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারকে।
তার শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক জনপ্রিয় মাধ্যম ক্রিকইনফো। খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্টিনের দ্রুত সুস্থতা কামনা করছেন সাবেক সতীর্থ ও ভক্তরা। প্রার্থনা জানিয়ে ড্যারেন লেহম্যান লিখেছেন, ‘পরিবারসহ মার্টিনের জন্য ভালোবাসা ও প্রার্থনা।’
দীর্ঘ ক্যারিয়ারে ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৭টি টেস্ট খেলেছেন মার্টিন, যেখানে তার সংগ্রহ ৪৪০৬ রান ও ১৩টি সেঞ্চুরি। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপে শিরোপাজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। সেই আসরের ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন ৮৮ রানের স্মরণীয় ইনিংস।
খেলোয়াড়ি জীবন শেষে বেশ নিভৃতে ছিলেন মার্টিন। বড়দিনের আগের দিনও বক্সিং ডে উপলক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি। এর মাঝেই হঠাৎ অসুস্থতার খবর ক্রিকেট মহলে উদ্বেগ তৈরি করেছে।