
ক্যালেন্ডার থেকে আরও একটি বছরের বিদায়ঘণ্টা বাজছে। ২০২৫ সালকে বিদায় করে নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিশ্ব। চলতি এই বছরটি ছিল নতুন করে ফুটবল জাগরণের। যেখানে হামজা চৌধুরীর সঙ্গে বাংলাদেশ দলে নাম লেখান কানাডিয়ান প্রবাসী ফুটবলার সামিত সোম। এতে উন্মাদনা বেড়ে যায় দর্শকদের মাঝে। সেইসঙ্গে আছে ২২ বছর পর ভারতকে হারানোর আনন্দ। চলুন এক নজরে দেখে নেই দেশের ফুটবলের উত্থান-পতন
হামজার অভিষেক
২০২৪ সালের শেষে দিকে সব বাধা শেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পান ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী। ২০২৫ সালের মার্চে বাংলাদেশের হয়ে খেলতে প্রথম দেশে আসেন। আর তখন থেকে নতুন করে জাগতে শুরু করে দেশের ফুটবল। শুরু হয় চরম দর্শক উন্মাদনা।
২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে চাপান হামজা। অভিষেক ম্যাচেই দুর্দান্ত খেলেন এই মিডফিল্ডার। সেই ম্যাচ গোলশূন্য ড্র করে বাংলাদেশ।
সামিত সোমও বাংলাদেশের
মার্চে হামজা চৌধুরীর অভিষেকের পর জুনে বাংলাদেশের জার্সিতে খেলেন সামিত সোম। এক সময় কানাডা জাতীয় দলের হয়ে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলে যোগ দেওয়ার পর দর্শক উন্মাদনা আরও বেড়ে যায়।
হামজার পর সামিতের দলে যোগ দেওয়ার ধার বাড়ে বাংলাদেশের মিডফিল্ডে। এই দুই ফুটবলারের প্রভাব পড়ে টিকিটে। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠের সব খেলায় উপচেপড়া দর্শক ছিল। যদিও টিকিট বণ্টন ও প্রাপ্তি নিয়ে ছিল প্রশ্ন।
ফাহামিদুল ও কাবরেরাকে নিয়ে আন্দোলন
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে ডাক পান ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। তবে হুট করেই আবার বাদ দেওয়া হয় এই ফুটবলারকে। সৌদি আরবের ক্যাম্প থেকে দেশে ফেরার সময় ফাহমিদুলকে আনেননি জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের কাবরেরা।
এতেই ক্ষেপে যান সমর্থকরা। ফাহমিদুলকে দলে ফেরাতে আন্দোলন শুরু করেন তারা। এই ইস্যুতে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তলব করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে। ভারত ম্যাচ না হলেও জুনে সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুলকে একাদশে রাখেন কোচ কাবরেরা।
সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর এক অনুষ্ঠানে প্রকাশ্যে কাবরেরার পদত্যাগ দাবি করেন বাফুফে নির্বাহী সদস্য সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। কোড অফ কন্ডাক্ট বর্হিভূত কর্মকান্ডের জন্য তাকে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।
২২ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
২০০২ সালের পর প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন হতে পারেনি দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ক্লাব ঢাকা মোহামেডান। তবে ২২ বছরের আক্ষেপ ঘুচিয়ে ২০২৫ সালের লিগ চ্যাম্পিয়ন হয় সাদা-কালো শিবির।
তবে চ্যাম্পিয়ন হয়েও লাইসেন্স না থাকার কারণে এএফসির টুর্নামেন্টে খেলতে পারেনি মোহামেডান। এই দলকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন মালির ফুটবলার সুলেমান দিয়াবাতে। তাকে চলমান মৌসুমে রাখতে পারেনি মোহামেডান। বর্তমানে ঢাকা আবাহনীর হয়ে খেলছেন তিনি।
হামজা-সামিতেও আক্ষেপ
হামজা চৌধুরী-সামিত সোম যোগ দেওয়ার পর এএফসি এশিয়ান কাপে ভালো ফলাফল করতে পারেনি বাংলাদেশ। ভারতের বিপক্ষে ড্র করার পর ঘরের মাঠে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হারে হ্যাভিয়ের কাবরেরার দল।
যদিও অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। তবুও দুই ম্যাচ আগেই এশিয়ান কাপে খেলার আশা শেষ হয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিদের।
আক্ষেপের মাঝেও ভারত বধের আনন্দ
এশিয়ান কাপে খেলতে না পারার আক্ষেপের মাঝেও রয়েছে ভারত বধের আনন্দ। এএফসি এশিয়ান কাপ বাছই পর্বে ঘরের মাঠে শেখ মোরসালিনের গোলে ভারতকে ১-০ গোলে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এতে দীর্ঘ ২২ বছর পর ভারতকে হারানোর আনন্দে মাতে পুরো দেশ। ২২ বছর পর ভারতকে হারানোয় বাংলাদেশকে দলকে ২ কোটি টাকা পুরষ্কার দেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
২০২৫ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের পরিসংখ্যান:
মোট ম্যাচ: ৮ (প্রতিযোগিতামূলক: ৫, প্রীতি ম্যাচ: ৩)
জয়: ২, ড্র: ৪, হার: ২
গোল করেছে: ১০, গোল খেয়েছে: ৯
ফিফা র্যাংকিং: ১৮৫ থেকে ১৮০-তে উন্নীত (বছর শেষে)