
চলমান বিপিএলের সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। সোমবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে সিলেট স্টেডিয়ামে হাজির হন তিনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন ফাহিম আল চৌধুরী।
বিপিএলে অংশ নিলেও বিপিএলকে গোনার বা গুরুত্ব দেওয়ার সময় নেই বলে জানিয়েছেন সিলেট টাইটান্সের উপদেষ্টা। তিনি বলেন, ‘যদি কোনোরকম সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারি (সিলেট টাইটান্স দল) পাকিস্তান, ভারত হোক আমি প্লেয়ার নিয়ে আসবো। আমি সামিকে ব্ল্যাংক চেক দিয়ে দিব।’
তিনি আরও বলেন, ‘আমি সরি, বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। বিপিএলের কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটা থাকে।’
ইংলিশ ক্রিকেটার মঈন আলী খেলবেন সিলেট টাইটান্সের হয়ে। তাকে দলে ভেড়ানো প্রসঙ্গে ফাহিম আল চৌধুরী বলেন, ‘মঈন আলী হচ্ছে আমাদের সিলেটের জামাই। যখন জামাইয়ের বাড়িয়ে থেকে ডাক দেওয়া হয় তখন আর না করা যায় না। সেখান থেকেই মঈন আলী চলে আসছে।’