
গত জুলাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান পর্তুগিজ ফরোয়ার্ড দিয়াগো জোতা। তার এই অকাল প্রয়াণের পর শনিবার প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল লিভারপুল ও উলভস। জোতার স্মরণে তার সাবেক দুই ক্লাবের সমর্থকরা যেভাবে একসঙ্গে দাঁড়িয়েছিলেন, তা ফুটবল বিশ্বকে আবারও মানবিকতার বার্তা দিয়েছে।
প্রিমিয়ার লিগের ম্যাচটিতে ফলাফল ছাপিয়ে বড় হয়ে ওঠে জোতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। সমর্থকদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করতে ভোলেননি লিভারপুল বস আর্নে স্লট।
ম্যাচ শুরুর আগেই পরিবেশ ভারী হয়ে ওঠে। মাসকট হিসেবে মাঠে নামে জোতার দুই ছেলে দিনিস ও দুয়ার্তে। গ্যালারিতে উপস্থিত ছিলেন জোতার স্ত্রী রুতে কার্দোসোও। গ্যালারি জুড়ে শোভা পাচ্ছিল ‘দিয়াগো জোতা, চিরকাল আমাদের হৃদয়ে’ লেখা ব্যানার।
ম্যাচের ১৮তম মিনিটে উলভস সমর্থকরা তাদের সাবেক তারকাকে নিয়ে গান ধরলে লিভারপুল সমর্থকরা করতালি দিয়ে সংহতি প্রকাশ করেন। এরপর ২০তম মিনিটে লিভারপুল সমর্থকরা গান শুরু করলে পুরো অ্যানফিল্ড দাঁড়িয়ে শ্রদ্ধা জানায়।
উলভস সমর্থকেরাও তখন একইভাবে সাড়া দেন। ম্যাচের আগের রাতে উলভস স্কোয়াডের সদস্যরা জোতার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর বিষয়টিও ছিল বিশেষ চর্চায়।