
চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। বর্তমানে বাংলাদেশের সিলেটে অবস্থান করছেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) রাতে সেখানে থেকেই ইনস্টাগ্রামে স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই পাক অলরাউন্ডার।
ইনস্টাগ্রামে এক পোস্টে ইমাদ লেখেন, ‘গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ আর সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে আন্তরিক অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।’
তিনি আরও লেখেন, ‘দয়া করে ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসেবে উল্লেখ্য করবেন না। কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস না করতেও সবাইকে অনুরোধ করছি।’
এদিকে বিবাহবিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানিয়া আশফাকও। তিনি লেখেন, ‘আমার ঘর ভেঙে গেছে, আমার সন্তানেরা তাদের বাবাকে হারিয়েছে। আমি তিন সন্তানের মা, যার মধ্যে পাঁচ মাসের একটি শিশুও আছে, যাকে তার বাবা এখনো কোলে নেয়নি।’
বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে তৃতীয় পক্ষের হস্তক্ষেপকে দায়ী করেছেন সানিয়া আশফাক। তিনি লেখেন, ‘অনেক বিয়ের মতো আমাদেরও সমস্যা ছিল, তবুও তা চলছিল। আমি স্ত্রী ও মা হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম এবং পরিবারকে রক্ষা করতে আন্তরিক চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত এই বিয়ে ভেঙে যায় তৃতীয় পক্ষের কারণে, যার উদ্দেশ্য ছিল আমার স্বামীকে বিয়ে করা। এটি ইতোমধ্যেই ধুঁকতে থাকা সম্পর্কের জন্য চূড়ান্ত আঘাত হয়ে এসেছে।’
২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পাকিস্তানের বোলিং অলরাউন্ডার ইমাদ ও সানিয়া। ছয় বছরের সংসারে এই দম্পতির ঘরে রয়েছে তিনটি সন্তান।