
দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরও ১১ কোটি ৫০ লাখ (১১৫ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (২৮ ডিসেম্বর) নিলামের মাধ্যমে তিনটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এসব ডলার ক্রয় করা হয়।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৬ কোটি ডলারে। এর মধ্যে কেবল ডিসেম্বর মাসেই কেনা হয়েছে ৯২ কোটি ডলার, যা সাম্প্রতিক সময়ে বাজারে কেন্দ্রীয় ব্যাংকের জোরালো হস্তক্ষেপের ইঙ্গিত দেয়।
চলতি বছরের জুলাই মাস থেকে বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য হলো, বাজারে ডলারের সরবরাহ বাড়লে তা কিনে নিয়ে দাম অতিরিক্ত কমতে না দেওয়া এবং চাহিদা বাড়লে প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা। এর মাধ্যমে মুদ্রাবাজারে বড় ধরনের কোনও অস্থিরতা এড়াতে চাইছে নিয়ন্ত্রক সংস্থা।
ব্যাংকাররা জানান, বর্তমানে ডলারের বাজারে আগের মতো অস্থিরতা নেই। এর প্রধান কারণ হলো— সরকারের বড়ো অঙ্কের বৈদেশিক দেনা পরিশোধের চাপ কমে আসায় মুদ্রাবাজারে স্বস্তি ফিরেছে। দেশে ব্যাবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে স্থবিরতা চলায় মূলধনি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির এলসি (ঋণপত্র) উল্লেখযোগ্য হারে কমেছে। ডলারের প্রাপ্যতা থাকলেও বিনিয়োগ না থাকায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত অক্টোবর শেষে এই প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৬ দশমিক ২৩ শতাংশে।
অন্যদিকে, প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ পরিস্থিতি এখন বেশ স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।