
অনুশীলনের সময় মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম। এতে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে চোট গুরুতর নয় বলে নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।
বিপিএলে টানা দুই দিনের ম্যাচ শেষে আজ (রোববার) ছিল বিরতি। এই সুযোগে সিলেটের আউটার মাঠে অনুশীলনে নামেন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। অনুশীলনের এক পর্যায়ে সতীর্থ এক ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথার এক পাশে আঘাত পান বাঁহাতি এই পেসার।
তবে দুশ্চিতার কিছু নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘আঘাত খুব একটা গুরুতর নয়। যেহেতু মাথায় লেগেছে, এ জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। এখন আবার হোটেলে ফিরে এসেছে।’