
১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পেয়েছে ইংল্যান্ড। মেলবোর্নে মাত্র দুই দিনেই অজিদের ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা তবে এমন জয়ের পরও পিচের কড়া সমালোচনা করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তার মতে, দু’দিনে খেলা শেষ হয়েছে। এটিকে আদর্শ বলা যায় না।
দুই দিনে মেলবোর্ন টেস্ট জিতে স্টোকস বলেন, ‘এখন পর্যন্ত সফরটা বেশ কঠিন, সেটি দল হিসেবে। তবে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় জেতা দলের অংশ হতে পেরে ভালো লাগছে।’
জয় পেলেও পিচের সমালোচনা করে এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘আমরা জিতেছি। সত্যি বলতে আমাদের প্রত্যাশায় এটা (পিচের আচরণ) ছিল না। বক্সিং ডে টেস্ট; আপনি চাইবেন না এটি দুই দিনে শেষ হয়ে যাক। এটি আদর্শ নয়। এসব বিষয় এক পাশে সরিয়ে বলতে পারি, মাঠের কন্ডিশনে মুখোমুখি হয়ে সাফল্য পেতে সেরা কৌশলটাই বেছে নিতে হয়। রান তাড়ায় আমরা যেভাবে খেলেছি, তাতে আমি সত্যিই গর্বিত।’
এ দিকে স্টোকসের সঙ্গে তাল না মেলালেও অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথ মনে করেন মেলবোর্নের উইকেট থেকে বোলাররা বেশি সুবিধা পেয়েছে। তিনি বলেন, ‘টেস্টটা খুব দ্রুতই শেষ হল। উইকেট আসলে তেমন বদলায়নি। পুরো ম্যাচেই বেশি মুভমেন্ট হয়েছে। আমার মনে হয় এটা বোলারদের জন্য বেশি সহায়ক ছিল। দুই দিনে ৩৬ উইকেট পড়েছে, এটিই একটু বেশি-বেশি হয়ে গিয়েছে।’