
অ্যানফিল্ডের সবুজ গালিচায় আজ এক বিষাদময় অথচ সুন্দর দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ফুটবল বিশ্ব। প্রিমিয়ার লিগের ম্যাচে আজ লিভারপুল মুখোমুখি হবে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের। তবে মাঠের লড়াই ছাপিয়ে সবটুকু আবেগ কেড়ে নিচ্ছে ক্লাবের প্রাক্তন ফরোয়ার্ড দিয়োগো জোতার স্মৃতি। ম্যাচ শুরুর আগে আজ মাসকট হিসেবে মাঠে নামবে জোতার দুই সন্তান-দিনিস ও দুয়ার্তে।
গত বছরের জুলাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২৮ বছর বয়সে প্রাণ হারান পর্তুগিজ তারকা জোতা ও তার ছোট ভাই আন্দ্রে সিলভা। লিভারপুল ও উলভারহ্যাম্পটন-দুই ক্লাবের সঙ্গেই জোতার গভীর সম্পর্ক ছিল। উলভসের জার্সিতে ইংল্যান্ডে ক্যারিয়ার শুরু করা এই ফুটবলার লিভারপুলে কাটিয়েছেন তিনটি সফল মৌসুম।
লিভারপুলের হয়ে ১৮২ ম্যাচে তার পা থেকে এসেছে ৬৫টি গোল। ২০২২ সালের এফএ কাপ ও লিগ কাপ জয়েও ছিল তার বড় অবদান। ক্লাব ইতিমধ্যে জোতার ২০ নম্বর জার্সিটি স্থায়ীভাবে অবসরে পাঠিয়ে তাকে ‘অমর’ করে রেখেছে। আজ তার দুই সন্তানের উপস্থিতিতে প্রিয় তারকার স্মৃতি আবারও জীবন্ত হয়ে উঠবে অ্যানফিল্ডের গ্যালারিতে।