
দীর্ঘ ১৫ বছর পর ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরে যেন নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফিতে দিল্লির হয়ে মাঠে নেমে একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করছেন ভারতের এই সাবেক অধিনায়ক। গতকাল বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে ৬১ বলে ৭৭ রানের এক লড়াকু ইনিংস খেলেন তিনি।
১৩টি চার ও একটি ছক্কায় সাজানো এই ইনিংসের পর লিস্ট ‘এ’ ক্রিকেটে কোহলির ব্যাটিং গড় এখন ৫৭.৮৭, যা ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি মাইকেল বেভানের ৫৭.৮৬ গড়কে পেছনে ফেলে তালিকার শীর্ষে উঠলেন।
কোহলির রেকর্ডের ঝুলি এখানেই শেষ নয়। মাত্র তিন দিন আগে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলার পথে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। এর মাধ্যমে তিনি ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডও নিজের করে নেন।
বিসিসিআই-এর নির্দেশে ফর্ম ও ফিটনেস ধরে রাখতে দীর্ঘ বিরতির পর বিজয় হাজারে ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি। বোর্ড থেকে মাত্র দুটি ম্যাচ খেলার শর্ত থাকলেও কোহলি প্রমাণ করেছেন, তিনি কেন অনন্য।