
আগের বছরগুলোর তুলনায় ২০২৫ সালে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি ছিল বেশ সরগরম। বছরজুড়ে মুক্তি পেয়েছে বেশ কিছু সিনেমা, যা হলমুখী করেছে সারা দেশের দর্শকদের। বরাবরের মতোই মেগাস্টার শাকিব খানের সিনেমা ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, তবে পিছিয়ে ছিলেন না অন্য নায়করাও। সিয়াম, নিশো, শুভও মাতিয়েছেন দর্শকদের মন।
চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর ব্যবসায়িক হিসাব পর্যালোচনা করলে দেখা যায়, শীর্ষ জনপ্রিয় সিনেমাগুলো দেশের বাজার থেকে সর্বমোট আনুমানিক ৬০ কোটির কাছাকাছি আয় করেছে। যদিও চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি, দেশে বক্স অফিস থাকলে হিসাবের অঙ্কটা আরও বেশি হতে পারে। চলতি বছর ঢালিউডে আলোচনায় ছিল যে পাঁচ সিনেমা, তাদের নিয়েই ইত্তেফাক ডিজিটালের আজকের আয়োজন।
বরবাদ
২০২৫ সালের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমাটি এর নির্মাণশৈলী, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং ভিন্নধর্মী গল্পের জন্য ‘বছরের সেরা’ সিনেমার তকমা পেয়েছে। রোজার ঈদে মুক্তি পাওয়া ১৫ কোটি টাকা বাজেটের এই সিনেমা ঘরে তুলেছে প্রায় ৩০ কোটি টাকা।
শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। খল চরিত্রে যিশু সেনগুপ্ত এবং শাকিবের সহকারীর চরিত্রে শ্যাম ভট্টাচার্যের অভিনয় দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
জংলি
রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমাটি অভিনেতা সিয়াম আহমেদের ক্যারিয়ারে নতুন প্রাণ সঞ্চার করেছে। এম রহিম পরিচালিত এই সিনেমায় শিশুদের শ্লীলতাহানির বিরুদ্ধে সচেতনতামূলক বার্তা ও শিক্ষামূলক বিষয়বস্তু থাকায় এটি সব বয়সী দর্শকের মন জয় করেছে। সিনেমাটিতে সিয়ামের বিপরীতে ছিলেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, এটি এই বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা; যার আয় ছিল আনুমানিক ৫ কোটি।
উৎসব
কোরবানির ঈদে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা ‘উৎসব’ ছিল দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি মূলত একটি পারিবারিক গল্পের চিত্রায়ন, যা নব্বই দশকের চিরচেনা আবেগ ফিরিয়ে এনেছে। সিনেমাটির আনুমানিক আয় ছিল ৬ কোটি। এক ঝাঁক তারকা সমৃদ্ধ এই সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী এবং সাদিয়া আয়মান। পারিবারিক ঘরানার হওয়ায় এটি প্রেক্ষাগৃহে বেশ ভালো ব্যবসা করেছে।
তাণ্ডব
ঈদুল আজহার অন্যতম প্রতীক্ষিত সিনেমা ছিল রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। এটি শাকিব খানের সাথে এই নির্মাতার দ্বিতীয় কাজ। সিনেমাটিতে শাকিব খানের ‘তামাটে লুক’ এবং বড় কাস্টিং দর্শকদের দারুণ আকৃষ্ট করেছিল। শাকিব খান ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন এবং ক্যামিও চরিত্রে সিয়াম ও আফরান নিশো। পাইরেসির কারণে ব্যবসায়িক কিছুটা ক্ষতি হলেও আলোচনার কেন্দ্রে ছিল এই সিনেমাটি। এরপরও সিনেমাটির আয় দাঁড়ায় প্রায় ১০ কোটির কাছাকাছি।
দাগি
রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাটি অভিনেতা আফরান নিশোর উপস্থিতির কারণে ব্যাপক আলোচনায় ছিল। সিনেমাটি মুক্তির পর থেকেই এর প্রযোজক এটি ‘ব্লকবাস্টার হিট’ বলে দাবি করেন। বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটি দর্শকদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করতে সক্ষম হয়েছিল এবং এর বাণিজ্যিক প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। ছবিটির আয় ছিল আনুমানিক ৭ কোটি।